You are currently viewing একসাথেই সব!

একসাথেই সব!

  • Post category:Career

ট্রাভেল করবো নাকি বই পড়বো? নাকি লিখালিখি করব?

লাভজনক ব্যবসা করবো নাকি চ্যারিটি?

সোশ্যাল ওয়ার্ক করবো নাকি আড্ডা দিব?

পড়া বুঝে পড়বো নাকি মুখস্থ?

মোটামুটি এমন একটা জটিল অবস্থার সম্মুখীন আমাদের সবার হতে হয়! 

আমি কোনটা করব? 

‘আপনি কোনটা বাছাই করবেন?’

উত্তরে পরে আসি, আগে প্রশ্নটা খেয়াল করি। উত্তরে সমস্যা নেই, সকল সমস্যা এই প্রশ্নেই! প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখা যাবে প্রশ্নকর্তা প্রশ্নের মাধ্যমেই ট্রাভেলকে পড়াশোনা বা লেখালেখির প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন! অর্থাৎ আপনি পড়াশোনা বা লেখালেখি করলে ট্রাভেল করতে পারবেন না! আবার ট্রাভেলার হলে অন্য গুলো পারবেন না!

লাভজনক কাজ করলে চ্যারিটি করা যায়না! কিংবা আরো, আড্ডা দিলে সোশ্যাল ওয়ার্ক করা যায় না!

অথচ চাইলেই সবগুলো একসাথেই করা যায়। 

প্রশ্ন হচ্ছে কীভাবে? 

ধরুন আপনি কক্সবাজার হয়ে সেন্টমার্টিন ঘুরতে যাবেন।

এবার আপনি নেট বা বই থেকে এই দুটা জায়গা সংক্রান্ত তথ্য জেনে নিন! 

যেমন কক্সবাজার নামকরণ কীভাবে হলো? কক্সবাজারের দৈর্ঘ্য ১২০ নাকি ১৫৫ কিলো? কক্সবাজারের বিখ্যাত কী? শুটকি? মাছ? বছরে কত মানুষ কক্সবাজার যায়? কক্সবাজারের সামাজিক সূচক গুলোর কী অবস্থা?

কক্সবাজার থেকে সেন্টমার্টিন কতদূর? নাফ নদীর বিশেষত কী? নাফ নদীর দৈর্ঘ্য কত? সেন্টমার্টিন কি ৮ নাকি ৯ বর্গমাইল?  এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ নাকি ৫ ফিট উচ্চতায়? ছেঁড়া দ্বীপ কী আসলেই দ্বীপ? এটাকে প্রবাল দ্বীপ কেন বলে? এখানে কী কী খনিজ পাওয়া যায়?

বাংলাদেশ সবচেয়ে দক্ষিণে জেলা বা স্থান কোনটা? 

এভাবে যদি আপনি ট্রাভেলের আগে সেটা সম্পর্কে জেনে যান আপনার ভ্রমণ আরো আকর্ষণীয় হবে!

এরপর আপনি ট্রাভেলে যান। ছবি তুলুন। দর্শনীয় স্থান ঘুরুন,  খাবার টেস্ট করুন। ভিডিও করুন।

ফিরে এসে ট্রাভেল জার্নাল বানান!

এই ট্যুর নিয়ে এভার আর্টিকেল লিখুন! 

কীভাবে টিকেট কাটবেন, যাবেন, কী কী অবশ্যই দেখবেন, টেস্ট করবে, কী কী সতর্কতা অবলম্বন করবেন ইত্যাদি!

দেখবেন ট্রাভেলটাও শৈল্পিক ভাবেই হচ্ছে! 

– হয়ে গেল! পড়াশুনা, ট্রাভেল এবং লেখালেখি! 

বিজনেস করছেন? বিজনেসে নতুন লাইন ক্রিয়েট করে চ্যারিটিতে নির্দিষ্ট অংশ দান করুন! দেখবেন আপনার কাস্টমার লয়ালিটি বাড়ছে!

পৃথিবীতে সবকিছুই একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী না! 

দয়া করে প্রতিদ্বন্দ্বী বানাবেন না!

কেউ পারে না মানে এমন না আপনিও পারবেন না!

পরিবর্তন আপনার হাত ধরেই না হোক আসুক!

Leave a Reply