You are currently viewing কাজী নজরুল ইসলাম থেকে-  ১০থেকে ৪০তম বিসিএস পর্যন্ত ২৩টা প্রশ্ন এসেছে-

কাজী নজরুল ইসলাম থেকে- ১০থেকে ৪০তম বিসিএস পর্যন্ত ২৩টা প্রশ্ন এসেছে-

1. ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে—-পঙক্তিটি কার লেখা ? 

উত্তরঃ কাজী নজরুল ইসলাম ।

2. নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত? 

উত্তরঃ বিদ্রোহী কবি।

3. ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন? 

উত্তরঃ রবীন্দ্র নাথ ঠাকুরকে 

4.  অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন ? 

উত্তরঃ বারীন্দ্র কুমার ঘোষকে 

5.  বাঁধন হারা উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ? 

উত্তরঃ নলিনীকান্ত সরকারকে। 

6.  বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ? 

উত্তরঃ রবীন্দ্র নাথ ঠাকুরকে।  

7. ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়? 

উত্তরঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 

8.  কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উত্তরঃ লাঙ্গল। 

9. কবি নজরুলের সংগীত বিষয়ক 3টি গ্রন্থাবলীর নাম উল্লেখ কর। 

উত্তরঃ চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী । 

10. আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী? 

উত্তরঃ রাজবন্দীর জবানবন্দি 

11.  ১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন। 

উত্তরঃ মিসেস এম রহমান 

12.   ১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন? 

উত্তরঃ প্রলয় শিখা 

13.   কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি? 

উত্তরঃ শিউলীমালা 

14.   ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবণ করতে হয়? 

উত্তরঃ আনন্দময়ীর আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।

15.  বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়?

উত্তরঃ প্রমীলা 

16.  চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ? 

উত্তরঃ ১৯৯৬ সালে। 

17.  একই পত্রিকার নজরুলের সঙ্গে কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন? 

উত্তরঃ কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক। 

18.   কাজী নজরুলের সম্পদনায় কোন অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত? 

উত্তরঃ ‘ধূমকেতু’ (১৯২২)। 

19.   ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়? 

উত্তরঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’। 

20.   কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? 

উত্তরঃ ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।

Leave a Reply