You are currently viewing ক্যালকাটা গেজেট

ক্যালকাটা গেজেট

ক্যালকাটা গেজেট

প্রাচ্য পণ্ডিত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ফ্রান্সিস গ্ল্যাডউইন ক্যালকাটা গেজেটের প্রকাশনা শুরু করেন এবং তার হাতেই এর প্রাথমিক ব্যবস্থাপনা ছিলো।পরবর্তীতে তৎকালীন সরকার এই ক্যালকাটা গেজেট নিয়ন্ত্রণের চেষ্টা করেন,তখন থেকেই এটি সরকারী বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হয়।তাই এই গেজেটকে সরকারের বিজ্ঞাপন প্রচারের সংবাদপত্র বলা হয়। ১৭৮৪ সালের ৪মার্চ এটি প্রথম প্রকাশিত হয়।
১৭৮৬ সাল পর্যন্ত এটি বিনা মূল্যে বিজ্ঞাপন প্রকাশ করতো।কিন্তু পরবর্তীতে ১৭৮৭ সালে এই সুবিধা প্রত্যাহার করা হয়।

ফ্রান্সিস গ্ল্যাডউইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনজন কর্মী আর্থার মুইর, এডমন্ড মরিস এবং হারবার্ট হ্যারিংটনের কাছে ১৭৮৭ সালের জানুযারি মাসে পত্রিকার মালিকানা স্বত্ত্ব হস্তান্তর করেন।সরকার বিনামূল্যে এই পত্রিকা প্রকাশ প্রত্যাহার করলেও “ক্যালকাটা গেজেট” বিনামূল্যে প্রকাশের কাজ অব্যাহত রাখে। এতে বিপুল পরিমাণ বেসরকারি বিজ্ঞাপন প্রচার হতে থাকে এবং এটি একটি বিজ্ঞাপনী পত্রিকায় পরিণত হয়।

বেঙ্গল মিলিটারি অরফান সোসাইটি কর্তৃক “গভর্নমেন্ট গেজেট” নামে একটি পত্রিকা প্রকাশ করে।তখন ক্যালকাটা গেজেট আর স্থায়ী হয়না।গভর্নমেন্ট গেজেটকে সরকারি বিজ্ঞাপন ও প্রজ্ঞাপন প্রচারের একমাত্র মাধ্যম করা হয়।অনেক বেসরকারি বিজ্ঞাপন দাতাও ক্যালকাটা গেজেটে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়।তাই ক্যালকাটা গেজেটের প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।ফলে তারা কর্মী ছাটাই করতে থাকে।শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে ধর্মঘট শুরু করে।সে সময় ক্যালকাটা গেজেটের মালিক এই পত্রিকাটি মর্নিং পোস্ট এর মালিকের কাছে বিক্রি করে দেন।পরবর্তীতে মর্নিং পোস্টের মালিক, জেমস সিল্ক বাকিংহাম কর্তৃক প্রকাশিত নতুন সংবাদপত্র ক্যালকাটা জার্নালের পক্ষে তার সকল প্রকাশনা বন্ধ করে দেন।

লিখেছেন- 

নাহিদা সুলতানা ইলা

শেরপুর সরকারি কলেজ। 

Leave a Reply