You are currently viewing পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৫০টি বাগধারা
পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৫০টি বাগধারা

পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৫০টি বাগধারা

  • ·   অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]

    ·        অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ]

    ·        অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]

    ·        অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]

    ·        অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪]

    ·        অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]

    ·        অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018]

    ·        অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬]

    ·        অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।

    ·        অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।

    ·        অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]

    ·        অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।

    ·        অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ

    ·        অলক্ষ্মীর দশা -দারিদ্র্য

    ·        অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮]

    ·        অগ্নিগর্ভ -বলিষ্ঠ

    ·        অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান

    ·        অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য

    ·        আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।

    ·        আঁটকুড়ো – নিঃসনত্মান।

    ·        আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য। [Standard Bank – 2018]

    ·        আসরে নামা -আবির্ভূত হওয়া।

    ·        আধা খেঁচড়া -বিশৃঙ্খলা [BASIC Bank – 2018]

    ·        আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব

    ·        আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক [NGO, Public Jobs- 2015]

    ·        আদিখ্যেতা – ন্যাকামি

    ·        আস্ত কেউটে – অত্যন্ত বিপজ্জনক লোক [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]

    ·        ইলশে গুঁড়ি – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

    ·        ইয়ারবকসি – বন্ধুবান্ধব

    ·        ইল্লতে কাণ্ড – নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]

    ·        ইতুনিদকুঁড়ে – অলস: দীর্ঘসূত্রীতা

    ·        উলুখাগড়া – গুরুত্বহীন লোক।

    ·        উজানের কৈ – সহজলভ্য।

    ·        উপোসি ছারপোকা – অভাবগ্রস্থ লোক।

    ·        উপরোধের ঢেঁকি গেলা – অন্যায় আবদার করা

    ·        উদোমারা – বোকা।

    ·        উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]

    ·        ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।

    ·        ঊনপাঁজুরে – অপদার্থ।

    ·        ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ [Probashi Kallyan Bank – 2015]

    ·        ঊর্মিমালী – সমুদ্র

    ·        এলেবেলে – নিকৃষ্ট।

    ·        এক ছাঁচে ঢালা – সাদৃশ্য।

    ·        একাদশ বৃহস্পতি – মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।

    ·        একা দোকা – নিঃসঙ্গ

    ·        ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।

    ·        ওষুধ করা – গুণ করা। [NGO,Public Jobs- 2015]

    ·        ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।

    ·        কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।

    ·        কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী। [পিকেএসএফ – ২০১৮]

    ·        কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।

    ·        কাটনার কড়ি – উপার্জন সামান্য।

    ·        কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]

    ·        কিম্ভূতকিমার – অদ্ভুত ও কুৎসিত।

    ·        কাগুজে বাঘ – মিথ্যা জুজু।

    ·        কাঁঠালের আমসত্ত্ব – অলীক বস্তু।

    ·        কুমিরের সান্নিপাত – অসম্ভব ব্যাপার। [ Sonali Bank – 2016 ]

    ·        কূপমণ্ডুক – ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        কেউ কেটা – সামান্য।

    ·        কেঁচো গণ্ডূষ – গোড়া থেকে শুরু।

    ·        কলির সন্ধ্যা – দৌরাত্ম্যের শুরু।

    ·        কূর্ম অবতার – অলস।

    ·        কুনো ব্যাঙ – সীমিত জ্ঞান

    ·        কুম্ভীরাশ্রু – লোক দেখানো কান্না/নকল সমবেদনা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৫]

    ·        খামকাজ – ভুলকাজ। [Private Sector – 2017]

    ·        খাবি খাওয়া – ছটফট করা।

    ·        খুঁটে খাওয়া – ¯ সাবলম্ভি হওয়া।

    ·        গয়ংগচ্ছ – ঢিলেমি।

    ·        গোকুলের ষাঁড় – স্বেচ্ছাচারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]

    ·        গণ্ডগ্রাম – বড়গ্রাম।

    ·        গোঁয়ার গোবিন্দ – কাণ্ডজ্ঞানহীন মানুষ

    ·        গলগ্রহ – পরের বোঝা হয়ে থাকা [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]

    ·        ঘাড়ে গর্দানে – অত্যনত্ম মোটা। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]

    ·        ঘাড়ার কামড় – দৃঢ় পণ।

    ·        ঘটিরাম – অপদার্থ[পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]

    ·        চক্ষুদান করা – চুরি করা।

    ·        চডুই পাখির প্রাণ – ক্ষীণজীবী লোক। [Modhumoti Bank – 2018]

    ·        চতুর্ভুজ হওয়া – উৎফুল্ল হওয়া।

    ·        চাঁদের হাট – ধনেজনে পরিপূর্ণ সংসার।

    ·        চাঁদ-কপালে – ভাগ্যবান।

    ·        চোখের চামড়া / পর্দা – চক্ষুলজ্জা।

    ·        চক্ষের পুতলি – আদরের ধন।

    ·        চর্বিত চর্বণ – পুনরাবৃত্তি।

    ·        ঢাকের বাঁয়া – অপ্রয়োজনীয়।

    ·        চোরাবালি – প্রচ্ছন্ন আকর্ষণ

    ·        ছামনি নাড়া – দৃষ্টি বিনিময়। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]

    ·        ছাঁদনা তলা – বিবাহের মণ্ডপ।

    ·        ছক্কা-পাঞ্জা – ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা। [Private Sector – 2017]

    ·        ছাঁদাবাঁধা – পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া

    ·        জগদ্দল পাথর – গুরুভার।

    ·        জেলঘুঘু – যে ব্যক্তি বারবার জেল খাটে

    ·        ঝাঁকের কৈ – এক দলভুক্ত।

    ·        ঝাড়ে বংশে – সবশুদ্ধ।

    ·        টুপ ভুজঙ্গ – নেশায় বিভোর।

    ·        টেণ্ডাই মেণ্ডাই – আস্ফালন।

    ·        টেঁকে গোঁজা – আত্মসাৎ করা। [জনতা ব্যাংক – ২০১৮]

    ·        ঠাটঠমক – হাবভাব, চালচলন [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]

    ·        ডুমুরের ফুল – অদর্শনীয়। [NGO,Public Jobs- 2015]

    ·        ডামাডোল – গোলযোগ।

    ·        ডাকাবুকো – দুঃসাহসী

    ·        ঢেঁকির কুমির – অপদার্থ। [Standard Bank – 2018]

    ·        ঢেঁকি অবতার – নির্বোধ লোক। [Modhumoti Bank – 2018]

    ·        ঢেঁকির কচকচি – বিরক্তিকর কথা।

    ·        ঢাকের কাঠি – তোষামুদে।

    ·        ঢাকের বায়া – অপ্রয়োজনীয়। [Probashi Kallyan Bank – 2017]

    ·        ঢুলুঢুলু – তন্দ্রালুতা

    ·        তামার বিষ – অর্থের কুপ্রভাব। [BASIC Bank – 2015]

    ·        নবমীর পাঁঠা – প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।

    ·        তাসের ঘর – ক্ষণস্থায়ী।

    ·        তেল নুন লকড়ি – মৌলিক প্রয়োজন।

    ·        তীর্থের কাক – প্রতীক্ষারত।

    ·        তুর্কি নাচন – নাজেহাল অবস্থা। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]

    ·        তুলসী বনের বাঘ – সুবেশে দুর্বৃত্ত।

    ·        ত্রাহি ত্রাহি – পরিত্রাণ কর বলে চিৎকার

    ·        তরবেতর – নানারকম

    ·        থাউকি বেলা – বিকালবেলা

    ·        দড়ি কলসি – আত্মহত্যার উপায়।

    ·        দোজবরে – দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        দড়বড়ে – তাড়াহুড়ো

    ·        দবকানো – ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]

    ·        দশবাই চণ্ডী – অত্যনত্ম রাগী স্ত্রীলোক [BB Combined Exam– 2017]

    ·        দাঁদুড়ে – অত্যন্ত/দুর্দান্ত

    ·        দাতাকর্ণ – অত্যন্ত উদার ও দানশীল [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        দায়-দৈব – ছোট বড় সমস্যা

    ·        দেবদ্বিজ মানা – ধর্মে বিশ্বাস থাকা [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]

    ·        দোপড়া – এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে কিংবা

    ·        দক্ষযজ্ঞ ব্যাপার – বিরাট সমারোহ

    ·        ধর্মের কল – সত্য।

    ·        ধামাধরা – তোষামোদকারী।

    ·        ধোপে টেকা – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। [Standard Bank – 2017]

    ·        ধোপার গাধা – পরের জন্য খাটা।

    ·        ধর্মের ষাঁড় – যথেচ্ছাচারী।

    ·        ধিনিকেষ্ট – দায়িত্বপালনহীন ব্যক্তি

    ·        ধোঁকার টাটি – প্রতারণার উপরের আবরণ [Modhumoti Bank – 2018]

    ·        ধোপার গাধা – ভারবাহী [পিকেএসএফ – ২০১৮]

    ·        ধড়িবাজ – ধূর্ত ও ফন্দিবাজ

    ·        ধোপার ভাঁড়ার – প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না

    ·        নয়-দুয়ারি – দ্বারে দ্বারে।

    ·        নারদের ঢেঁকি – বিবাদের বিষয়।

    ·        নগদ নারায়ণ – নগদ অর্থ।

    ·        নিরানবক্ষইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।

    ·        ননির পুতুল – সহজে কাতর, আদরে দুলাল। [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশনে – ২০১৪]

    ·        নন্দভৃঙ্গী – অত্যন্ত আদুরে, অকর্মণ্য

    ·        ননদী ভুলী – কুকর্মের সঙ্গী

    ·        নব কার্তিক – সুদর্শন কিছু অকর্মণ্য ব্যক্তি

    ·        ন্যালাখ্যাপা – পাগলাটে

    ·        নবমীর পাঁঠা – প্রাণভয়ে ভীত ব্যক্তি

    ·        পঞ্চত্ব প্রাপ্ত – মারা যাওয়া।

    ·        পায়াভারি – অহংকার। [Private Sector – 2017]

    ·        পটের বিবি – সুসজ্জিত।

    ·        পালের গোদা – দলপতি।

    ·        পগারপার – পালানো।

    ·        পাণ্ডববর্জিত – সভ্য লোকের বাসের অযোগ্য। [জনতা ব্যাংক – ২০১৫]

    ·        পত্রপাঠ – তৎক্ষণাৎ।

    ·        পয়মন্ত – সুলক্ষণযুক্ত

    ·        পালপাল – প্রচুর সংখ্যক [Standard Bank – 2017]

    ·        পিণিগেলা – অনিচ্ছায় বা ঘৃণায় কোনো রকমে খাওয়া

    ·        বচনবাগীশ – কথায় পটু। [Private Sector – 2017]

    ·        ফোঁস মনসা – ক্রোধী লোক।

    ·        ফুসমনত্মর – ফাঁকির মন্ত্র

    ·        ফোঁপরা – বাজে, অকেজো

    ·        বামনের গরু – যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        বিদুরের খুদ – শ্রদ্ধার সামান্য উপহার।

    ·        বিড়াল তপস্বী – ভণ্ড লোক।

    ·        ব্যাঙের আধুলি – সামান্য পুঁজি হলেও যা গর্বের। [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]

    ·        ব্যাঙের লাথি – নগণ্য লোকের দ্বারা অপমান। [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        ব্যাঙের সর্দি – অসম্ভব ব্যাপার। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]

    ·        বাস্তু ঘুঘু – প্রচ্ছন্ন শয়তান।

    ·        বচনাবাগীশ – কেবল কথায় পটু

    ·        বিষের পুটুঁলি – বিদ্বেষী

    ·        বারো ভূত – অনাত্মীয় লোকজন [ভূমি অফিস – ২০১৫] , [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]

    ·        বাপানত্ম করা – গালাগালি দেয়া

    ·        বারফট্টাই – বড়াই

    ·        বিশ বাও জল – ভীষণ বিপাক

    ·        ভেরেণ্ডা ভাজা – অকাজে সময় নষ্ট করা/ বেকার জীবন যাপন করা।

    ·        ভীষ্মের প্রতিজ্ঞা – অনড় সংকল্প।

    ·        ভূষণ্ডির কাক – বিচক্ষন ব্যক্তি/দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।

    ·        ভানুমতীর খেল – অবিশ্বাস্য ব্যাপার।

    ·        ভূঁই ফোড় – নতুন আগমন।

    ·        ভুঁইফোঁড় – অর্বাচীন।

    ·        মণিহারা ফণী – প্রিয়জনের জন্য অস্থির লোক। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]

    ·        ম্যাও ধরা – দায়িত্ব নেওয়া।

    ·        যশুরে কই – যে ব্যক্তির মাথাটা মোটা কিন্তু শরীর শীর্ণ

    ·        রাশভারি – গম্ভীর প্রকৃতির। [BB Combined Exam– 2017]

    ·        রামগরুড়ের ছানা – গোমড়ামুখো লোক। [NGO,Public Jobs- 2015]

    ·        রাবণের চিতা – চির অশান্তি।

    ·        রায়বাগিণী – উগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক

    ·        লম্বাদেয়া – পালানো।

    ·        লেজে খেলা – ছলনা করা/চাতুরি দ্বারা কষ্ট দেয়া।

    ·        লোহার কার্তিক – কালো কুৎসিত লোক

    ·        শর্বরীর প্রতীক্ষা – দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।

    ·        শিবরাত্রির সলতে – একমাত্র বংশধর/সন্তান। [BASIC Bank – 2014]

    ·        শুয়োরের গোঁ – ভয়ানক।

    ·        শরতের শিশির-ক্ষণস্থায়ী (যদি না থাকে তবে

    ·        হবে-সুসময়ের বন্ধু)

    ·        শাঁখের করাত – উভয় সংকট।

    ·        শিকে ছেঁড়া – হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া

    ·        সাতকাহন – প্রচুর পরিমাণ।

    ·        সরফরাজি করা – প্রভাব খাটানোর চেষ্টা/ অযোগ্য ব্যক্তির চালাকি।

    ·        স্বখাত সলিলে – স্বীয় কর্মে ফল ভোগ/ঘোর বিপদে নিপতিত।

    ·        সাতকাণ্ড রামায়ণ – মস্তবড় ব্যাপার

    ·        সোঁতের শেওলা – নিরাশ্রয় ও সহায় সম্বলহীন লোক [খাদ্য অধিদপ্তর – ২০১৫]

    ·        ষাঁড়ের গোবর – অপদার্থ লোক/অযোগ্য। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]

    ·        ষত্ব ণত্ব জ্ঞান – কাণ্ডজ্ঞান।

    ·        ষণ্ডামার্কা – গুণ্ডা বা বাজে ধরনের লোক।

    ·        হ্রস্বদীর্ঘ জ্ঞান – কাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান।

    ·        হাত ধরা – অনুরোধ করা।

    ·        হাড় হদ্দ – নাড়ী নক্ষত্র।

    ·        হাড়ির হাল – দুর্দশার একশেষ। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]

    ·        হাত পাকান – দক্ষতা

    ·        হাড় জুড়ানো – শান্তি পাওয়া

    ·        হাঁড়ির হাল – মলিন

    ·        রসাতলে গমন- অধঃপাতে যাওয়া। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]

    ·        পৃষ্ঠপ্রদর্শন- পালানো।

    ·        ঊনপঞ্চাশের বায়ু- পাগলামী

    ·        একচোঁখা- পক্ষাপাতিত্বপূর্ণ

    ·        কাষ্ঠহাসি- কপট হাসি

    ·        ওঁৎপাতা- সুযোগের প্রতীক্ষায় থাকা

    ·        এক গোয়ালের গরু- একই স্বভাবের লোক [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]

    ·        কুলকাঠের অঙ্গার- তীব্র জ্বালা

    ·        ক. অংশ- বর্ণপরিচয়হীন

    ·        কেতাদুরস্ত – চৌকস

    ·        খয়ের খাঁ- তোষামোদকারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]

    ·        খাদানাকে তিলক- অশোভন সাজসজ্জা

    ·        খাটো করা- মর্যাদা না দেওয়া [Private Sector – 2017]

    ·        গোঁফখেজুরে-অলস [Probashi Kallyan Bank – 2018]

    ·        গৌড়চন্দ্রিকা- ভূমিকা

    ·        গঙ্গাজলে গঙ্গাপূজা- তুষ্ঠি সাধন [BB Combined Exam– 2017]

    ·        টাইটম্বর- ভরপুর

    ·        ঠোঁটকাটা- স্পষ্টভাষী

    ·        ঠুটো জগন্নাথ- অকর্মন্য ব্যক্তি

    ·        ঠান্ডা লড়াই- দুরভিসন্ধি করা

    ·        তাল পাতার সোপাই-কঙ্কালসার দেহ [যুব ও ক্রীড়া মন্ত্রণালয় – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]

    ·        তুবড়ি ছোটা- বেশি কথা বলা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৭]

    ·        ধর্মপুত্র যুধিষ্ঠির- ধার্মিক

    ·        বাপের ঠাকুর- শ্রদ্ধেয় ব্যক্তি [ভূমি অফিস – ২০১৫]

    ·        বাঘের মাসি- নির্ভীক

    ·        ভানুমতির খেলা- কেরামতি [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]

    ·        ঘোড়ার রোগ – বাতিক [NGO, Public Jobs- 2015]

    ·        ঘরপোড়া গরু- বেদনাদায়ক অভিজ্ঞতা [পরিবার পরিকল্পনা অধিদপ্তর – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]

    ·        চোরাবালি- প্রচ্ছন্ন আকর্ষণ

    ·        চোখের বালি- অপ্রিয়

    ·        ছুচোর কেত্তন- কলহ [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]

    ·        ঢি ঢি পড়া- কলঙ্ক

    ·        টিমে তেতলা- মন্থর গতি

    ·        ফোড়ন দেওয়া- খোঁচা দেওয়া।

    ·        বালির বাঁধ (অস্থায়ী বস্তু)

    ·        বাঁ হাতের ব্যাপার (ঘুষ গ্রহণ)

    ·        বাঁধা গৎ (নির্দিষ্ট আচরণ)

    ·        বাজখাঁই গলা (অত্যন্ত কর্কশ ও উঁচু গলা)

    ·        বাড়া ভাতে ছাই (অনিষ্ট করা)

    ·        বায়াত্তরে ধরা (বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন)

    ·        বিদ্যার জাহাজ (অতিশয় পণ্ডিত)

    ·        বিশ বাঁও জলে (সাফল্যের অতীত)

    ·        বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ)

    ·        বাঘের দুধ/ চোখ (দুঃসাধ্য বস্তু)

    ·        বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)

    ·        বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ)

    ·        ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)

    ·        ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা)

    ·        ভরাডুবি (সর্বনাশ)

    ·        ভস্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ)

    ·        ভাদ্র মাসের তিল (প্রচণ্ড কিল)

    ·        ভানুমতীর খেল (অবিশ্বাস্য ব্যাপার)

    ·        ভাল্লুকের জ্বর (ক্ষণস্থায়ী জ্বর)

    ·        ভাঁড়ে ভবানী (নিঃস্ব অবস্থা)

    ·        ভূতের ব্যাগার (অযথা শ্রম)

    ·        ভূঁই ফোড় (হঠাৎ গজিয়ে ওঠা)

    ·        ভিজে বিড়াল (কপটাচারী)

    ·        ভূশন্ডির কাক (দীর্ঘজীবী)

    ·        মগের মুল্লুক (অরাজক দেশ)

    ·        মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)

    ·        মন না মতি (অস্থির মানব মন)

    ·        মড়াকান্না (উচ্চকণ্ঠে শোক প্রকাশ)

    ·        মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ)

    ·        মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ)

    ·        মুখ চুন হওয়া (লজ্জায় ম্লান হওয়া)

    ·        মুখে দুধের গন্ধ (অতি কম বয়স)

    ·        মুস্কিল আসান (নিষ্কৃতি)

    ·        মেনি মুখো (লাজুক)

    ·        মাকাল ফল (অন্তঃসারশূণ্য)

    ·        মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন)

    ·        মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ)

    ·        মেছো হাটা (তুচ্ছ বিষয়ে মুখরিত)

    ·        যক্ষের ধন (কৃপণের ধন)

    ·        যমের অরুচি (যে সহজে মরে না)

    ·        রত্নপ্রসবিনী (সুযোগ্য সন্তানের মা)

    ·        রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি)

    ·        রাবণের চিতা (চির অশান্তি)

    ·        রাশভারি (গম্ভীর প্রকৃতির)

    ·        রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ)

    ·        রাজা উজির মারা (আড়ম্বরপূর্ণ গালগল্প)

    ·        রাবণের গুষ্টি (বড় পরিবার)

    ·        রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী)

    ·        রাজ যোটক (উপযুক্ত মিলন)

    ·        রাহুর দশা (দুঃসময়)

    ·        রুই-কাতলা (পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি)

    ·        লেফাফা দুরস্ত (বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি)

    ·        লগন চাঁদ (ভাগ্যবান)

    ·        ললাটের লিখন (অমোঘ ভাগ্য)

    ·        লাল পানি (মদ)

    ·        লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া)

    ·        লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া)

    ·        লেজে গোবরে (বিশৃঙ্খলা)

    ·        শকুনি মামা (কুটিল ব্যক্তি)

    ·        শাঁখের করাত (দুই দিকেই বিপদ)

    ·        শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ)

    ·        শিকায় ওঠা (স্থগিত)

    ·        শিঙে ফোঁকা (মরা)

    ·        শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান)

    ·        শিরে সংক্রান্তি (বিপদ মাথার ওপর)

    ·        শুয়ে লেজ নাড়া (আলস্যে সময় নষ্ট করা)

    ·        শরতের শিশির (সুসময়ের বন্ধু)

    ·        শত্রুর মুখে ছাই (কুদৃষ্টি এড়ানো)

    ·        শ্রীঘর (কারাগার)

    ·        ষাঁড়ের গোবর (অযোগ্য)

    ·        ষোল আনা (পুরোপুরি)

    ·        ঘোল কলা (পুরোপুরি)

    ·        সবুরে মেওয়া ফলে (ধৈর্যসুফল মিলে)

    ·        সরফরাজি করা (অযোগ্য ব্যক্তির চালাকি)

    ·        সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়)

    ·        সাত সতের (নানা রকমের)

    ·        সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা)

    ·        সেয়ানে সেয়ানে (চালাকে চালাকে)

    ·        সবে ধন নীলমণি (একমাত্র অবলম্বন)

    ·        সাতেও নয়, পাঁচেও নয় (নির্লিপ্ত)

    ·        সাপের পাঁচ পা দেখা (অহঙ্কারী হওয়া)

    ·        সোনায় সোহাগা (উপযুক্ত মিলন)

    ·        সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক)

    ·        সখাত সলিলে (ঘোর বিপদে পড়া)

    ·        সব শেয়ালের এক রা (ঐকমত্য)

    ·        হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা প্রকাশ করা)

    ·        হাতটান (চুরির অভ্যাস)

    ·        হ য ব র ল (বিশৃঙ্খলা)

    ·        হরি ঘোষের গোয়াল (বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ)

    ·        হরিলুট (অপচয়) Raisul Islam Hridoy

    ·        হস্তীমূর্খ (বুদ্ধিতে স্থূল)

    ·        হাড়ে দুর্বা গজানো (অত্যন্ত অলস হওয়া)

    ·        হাতুড়ে বদ্যি (আনাড়ি চিকিৎসক)

    ·        হাতের পাঁচ (শেষ সম্বল)

    ·        হীরার ধার (অতি তীক্ষ্ণবুদ্ধি)

    ·        হোমরা চোমরা (গণ্যমান্য ব্যক্তি)

    ·        হিতে বিপরীত (উল্টো ফল)

    ·        হাড় হদ্দ (নাড়ি নক্ষত্র/সব তথ্য)

    ·        হাড় হাভাতে (হতভাগ্য)

    ·         হালে পানি পাওয়া (সুবিধা করা)

Leave a Reply