You are currently viewing বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সাধারণ জ্ঞান

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সাধারণ জ্ঞান

 

 

* বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? উ. South Sdanese Pound(SSP)

* বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত? উ. ১৮০টি 

* বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি? উ. AG600 

* ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উ. বেজিং, চীন 

* মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়? উ. কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।

* SpaceX  এর প্রতিষ্ঠাতার নাম কি? উ. এলন মাস্ক

 * বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়? উ. ৪ মার্চ, ১৯৭২ 

* বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়? উ. ফ্রান্স 

* বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উ. মিসরের আলেকজান্দ্রিয়ায়

* পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান কত? উ. ফিনল্যান্ড (বাংলাদেশ-১১৫) 

* সম্প্রতি আলোচিত ‘তুমব্রু’ সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত? উ.বান্দরবানের নাইক্ষ্যংছড়ি

* জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি মিলবে কত সালে? উ. ২০২৪ সালে

* সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া ‘বাংলাদেশের পেপাল সেবা’ হিসেবে পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি? – উ. আইপে

* বিশ্ব অটিজম দিবস কবে? উ. ২রা এপ্রিল

 * বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়? উ. ওষুধ

* কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন? উ. ২১ মার্চ ২০১৮ * স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে? উ. ১৪ মার্চ, ২০১৮ সালে (৭৬ বছর)

 * বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম? উ. সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

 * আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন? উ. রাশিদ খান (আফগানিস্তান) 

* প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে? উ. বেজিং

* সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিল? উ. সৌদি আরব 

* চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে? উ. ১৯  ফেব্রুয়ারি (২০১৮) সালে

* অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উ. সুসান কাইফেল

 * বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের  product of the year ঘোষণা করা হয়? উ. ওষুধ

 * বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত? উ. ফেনী জেলার মহিপালে

* Internet আবিষ্কৃত হয় কত সালে? উ. ১৯৬৯ সালে

 *  Email আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৭১ সালে

 * Hotmail আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৯৬ সালে

 * Google আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৯৮ সালে

 * Facebook  আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৪ সালে 

* YouTube  আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৫ সালে

 * Twitter আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৬ সালে 

* বিশ্বে ইন্টারনেট চালু কত সালে? উ. ১৯৬৯ সালে

 * বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা নাম কি? উ. যশোর

 * প্রথম ওয়াই-ফাই জেলার নাম কি? উ. সিলেট

 * প্রথম সাইবার সিটি জেলা বলা কোন জেলাকে? উ. সিলেটকে

 * প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কোথায় হয়? মিঠাপুকুর, রংপুর জেলায়

 * বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কবে?  ১৯৯৩ সালে 

* বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় কবে? উ. ১৯৯৬ সালে 

* বাংলাদেশে থ্রি-জি চালু হয় কত সালে? উ. ১৪ অক্টোবর ২০১২ সালে

 * বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা উদ্ধোধন করা হয় কবে? উ.  ১৩ এপ্রিল, ২০১৩ সালে

 * বাংলাদেশে প্রথম সাইবার ক্যাফে চালু হয় কবে? উ. ১৯৯৯ সালে, বনানীতে

*বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? উ. ৪ জানুয়ারি, ১৯৯০ সাল

* বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয়? উ. ১৯৯২ সালে

* বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? উ. যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত

* অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারের নাম কি? উ. গ্লুকোজেন 

* প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? উ. ইভোলিউশন

* কোন খাদ্যে প্রোটিন বেশি? উ. মসুর ডাল * কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? উ. খেসারি

 * সুনামির (Tsumami) কারণ কি? উ. সমুদ্র তলদেশের ভূমিকম্প 

* একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? উ. ১৯৬ বর্গমিটার

* ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উ. এডিস 

* সুষম খাদ্যের উপাদান কয়টি? উ. ৬ টি

 * ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উ. অগ্ন্যাশয় হতে * হাড় ও দাঁত কে মজবুত করে? উ. ফসফরাস

* বাংলাদেশের জাতীয় পোশাক কী : পুরুষদের জন্য, প্রিন্স কোট ও পাজামা আর মহিলাদের জন্য শাড়ি

* বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কী : শাপলা ফুল

* আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির রচিতা কে : আবদুল গাফফ্ার চৌধুরী।

* আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির গীতিকার কে : আলতাফ মাহমুদ।

* বাংলাদেশের জাতীয় দিবস কবে : ২৬ শে মার্চ * বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কী : বাংলা নববর্ষ

* বাংলাদেশের জাতীয় কবি কে : কাজী নজরুল ইসলাম।

* বাংলাদেশের সংবিধানিক নাম কী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

* বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি : আমগাছ

* বাংলাদেশের জাতীয় বনের নাম কী : সুন্দরবন

* বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী : বায়তুল মোকাররম

* বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি: সোহরাওয়ার্দী উদ্যান

* বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কী : ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান)

* বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কী : ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ)।

* বাংলাদেশের কালরাত দিবস কবে : ২৫ শে মার্চ 

* সার্কের প্রতিপাদ্য বিষয় কী : সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে

* বাংলাদেশে কত বছরের কম বয়সীদের শ্রম বেআইনি? : ১৮ বছরের কম বয়সী

* বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে : বিচারপতি আবদুস সাত্তার 

১. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 -এ যুক্ত হয় কবে? উ. ২১ মে ২০০৬

২. ঢাকা-কলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কী? উ. মৈত্রী এক্সপ্রেস

৩. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কী? উ. বিএনএস শেখ হাসিনা

৪. বাংলাদেশের রেলওয়ে সদর দফতর কোথায়? উ. ঢাকায়

৫. বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা নাম কী? উ. এ্যারো বেঙ্গল এয়ার লাইন্স

৬. উপমহাদেশে রেলগাড়ি চালু হয় কত সালে? উ. ১৮৫৩ সালে

৭. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত? উ. ৮০ কিলোমিটার

৮. ‘হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? উ. দিনাজপুর ৯. বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয়? উ. দর্শনা-কুষ্টিয়া

১০. কোন জেলা শহরে রিকশা নেই? উ. রাঙ্গামাটি

১১. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদী পথের দৈর্ঘ্য কত? উ. ৫,২০০ কি. মি.

১২. বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন? উ. কামরুল হাসান

১৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উ. ১৯৭০ সালে ১৪. বাংলাদেশে প্রথম ভাসমান হাসপাতালের নাম কী? উ. জীবন তরী ১৫. কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়? উ. চৈত্র-বৈশাখ

১৬. শীতকাল কোন দুটি মাস? উ. পৌষ-মাঘ মাস

১৭. মানবসৃষ্ট নয় কোনটি? উ. কালবৈশাখী

১৮. সিডর শব্দের অর্থ কী? উ. চোখ

১৯. কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উ. সিলেট

২০. বাংলাদেশে শীতলতম মাস কোনটি? উ. জানুয়ারি

২১. ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ কবে বাংলাদেশে আঘাত হানে? উ. ২১ মে ২০১৬

২২. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? উ. কমিউনিটি পর্যায়ে

২৩. স্পারসো কি? উ. মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা

২৪. বাংলাদেশের জলবায়ু কী ধরনের? উ. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

২৫. কালাজ্বরের জীবাণুবাহী কোন মাছি? উ. বালিমাছি

২৬. বাংলাদেশের জলবায়ুর নাম কী? উ. ক্রান্তীয় মৌসুমী।(ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন)।

 

Leave a Reply