You are currently viewing বাংলা সাহিত্য ( প্রাচীন যুগের ৫০ টা + মধ্যযুগ ১৬৩ টা) এর প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্য ( প্রাচীন যুগের ৫০ টা + মধ্যযুগ ১৬৩ টা) এর প্রশ্ন ও উত্তর

১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনযুগ?
– ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
২. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যাপদের রচনাকাল কোনটি?
– ৯৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
৩. সেলিনা হোসেন রচিত ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের নায়ক কে?
– কাহ্নপা
৪. ‘চর্য’ অর্থ কী?
– আচরণীয় / পালনীয়/ অনুষ্ঠেয়
৫. ‘অচর্য’ অর্থ কী?
– পালনীয় নয় / আচরণীয় নয়
৬. বিনিশ্চয় শব্দের অর্থ কী?
– নিশ্চিতভাবে জানা যায়।
৭. চর্যাপদের ইংরেজি অনুবাদক কে?
– হাসনা জসীম উদদীন মওদুদ
৮. তিব্বতি অনুবাদকের নাম কী?
– কীর্তিচন্দ্র
৯. সরহপা চর্যাপদের কয়টি পদ রচনা করেন?
– ৪টি।
১০. তন্ত্রীপা কত নং পদের রচয়িতা?
– ২৫ নং
১১. ড. সুকুমার সেনের মতে চর্যাপদের কবি কতো জন এবং পদ কয়টি?
– ২৪জন এবং ৫১টি
১২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কয়টি পদ ছিল এবং কবি কতজন?
– ৫০টি ও ২৩ জন
১৩ . হরপ্রসাদ শাস্ত্রী সংস্কৃত কলেজের অধ্যাপক হন কত সালে?
-১৮৮৩ সালে
১৪. হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুই পা কোন অঞ্চলের লোক ছিলেন?
– রাঢ়
১৫. সোমপুর বিহারে কোন পদকর্তা বাস করতেন?
– কাহ্নপা
১৬. ম্যাক্সমুলারের মতে চর্যাপদের ভাষা কী?
– প্রচ্ছন্ন ভাষা
১৭. ‘History of Ancient Bengal’ গ্রন্থের লেখক কে?
– অার সি মজুমদার
১৮ . প্রবোধচন্দ্র বাগচীর মতে চর্যাপদ গ্রন্থের নাম কী?
– চর্যাশ্চর্যবিনিশচয়
১৯. বাংলা সাহিত্যের আদি কবি কে / চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
-লুই পা।
২০. চর্যাপদ প্রকাশিত হয় কত সালে, কোথা থেকে ?
-১৯১৬ খ্রিষ্টাব্দে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
২১. ‘Buddhist Mystic Songs’ গ্রন্থের রচয়িতা কে?
– ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
২২. চর্যাপদে কয়টি প্রবাদ আছে ?
– ৬টি
২৩. বর্তমান চর্যাপদে কতটি পদ অক্ষত আছে?
– সাড়ে ছেচল্লিশ টি।
২৪. দোঁহা কী?
– প্রাচীন বাংলার অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণ বিশিষ্ট পদ।
২৫. চর্যাপদের ভাষা বাংলা এটি ১ম কে প্রমাণ করেন?
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
২৬.. চর্যাপদের টীকাকার কে?
– মুনিদত্ত।
২৭. চর্যাপদের কতনং পদ খণ্ডিত পাওয়া গেছে ?
-২৩নং ( ৬ লাইন পাওয়া গেছে)
২৮ . কুক্কুরীপা কয়টি পদ রচনা করেছিলেন, কয়টি পাওয়া গেছে ?
-৩ টি, ২টি পাওয়া গেছে।
২৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে,প্রাচীনতম চর্যাকার কে?
-শবর পা।
৩০. চর্যাপদের রচয়িতারা বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের?
-সহজিয়া।
৩১. তত্ত্বস্বভাব, অভিসময় বিভঙ্গ গ্রন্থের লেখক কে?
– লুইপা
৩২. কাহ্নপার বাড়ি কোথায়?
– ওড়িষ্যা
৩৩. দোহাকোষের রচয়িতা কারা?
-কাহ্নপা ও সরহপা।
৩৪. ২টি করে পদ রচনা করেন কোন কোন কবি ?
– লুইপা, শবরপা,শান্তিপা ।
৩৫. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
-ভুসুকু পা
৩৬. কোন পদকর্তার পদের ব্যাখ্যা পাওয়া যায়নি?
– লাড়ীডোম্বীপাদানাম
৩৭.চর্যাপদের শুদ্ধ পাঠ / সহজ পাঠ প্রথম কে নির্ণয় করেন ?
– ড.মুহম্মদ শহীদুল্লাহ।
৩৮. কোন পদকর্তা লোহার ছিলেন?
– গুণ্ডরীপা
৩৯. ‘নব চর্যাপদ’ এর প্রকাশক কে?
– ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
৪০. ‘নতুন চর্যাপদ’ উৎসর্গ করেন?
– এমিরেটাস অধ্যাপক অানিসুজ্জামান কে
৪১. ‘নতুন চর্যাপদ’ গ্রন্থে শশিভূষণ সংগৃহীত কতটি পদ সংযুক্ত করা হয়েছে?
– ২১টি
৪২. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ অাছে?
– চর্যাপদ
৪৩. কোন রাজবংশের সময় চর্যাপদ রচনা শুরু হয়?
– পাল
৪৪. চর্যাপদ মূলত কী?
– গানের সংকলন (চর্যাপদ একপ্রকার গান)
৪৫. শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কী?
– বঙ্গকামরূপী
৪৬. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কী?
– কাব্য
৪৭. ‘অপণা মাংসে হরিণা বৈরী ‘ কার রচনা?
– ভুসুকুপা
৪৮. ‘আণ চাহন্তে বিণঠা’ কার রচনা?
– কঙ্কণপা
৪৯. ‘ The Origin and Development of the Bengali Language ‘ গ্রন্থের রচয়িতা কে?
– সুনীতি কুমার
৫০. চর্যাপদের অনুলিপির লিপিকাল কত?
– বারোশতক বলে পণ্ডিতগণ অনুমান করেন।*******মধ্যযুগ ০১***-*****
১. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোন রসে রচিত?
– রতি বা অাদি রসের প্রাধান্য।
২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কবির নাম কী?
– অনন্ত বড়ু চণ্ডীদাস
৩. “শ্রীকৃষ্ণকীর্তন কাব্য” আবিষ্কার করা হয় কত সালে?
-১৯০৯ সালে।
৪) “শ্রীকৃষ্ণকীর্তন কাব্য” আবিষ্কার করেন কে?
– বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে
৫. “কৃষ্ণের” মা- বাবার নাম কী?
– দেবকী ও বাসুদেব ।
৬. বাংলা ভাষায় রচিত ১ম “কহিনীকাব্যের” নাম কী?
-শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন ছন্দে রচিত?
– পয়ার ত্রিপদী
৮. “শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে” যমুনা নদীর অপর নাম কী?
-কালিনী।
৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক কয়টি?
– ১৬১টি
১০. গঠন রীতি অনুযায়ী শ্রীকৃষ্ণকীর্তন কী?
– নাটগীতি
১১. রাধা, কৃষ্ণ, বড়ায়ি কিসের প্রতীক?
-রাধা – জীবাত্মার প্রতীক, কৃষ্ণ – পরমাত্মার প্রতীক, বড়ায়ি – রাধা-কৃষ্ণের প্রেমের দূতী বা অনুঘটক।
১২ . শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে খণ্ড কয়টি?
– ১৩টি
১৩. “কৃষ্ণের” মামার নাম কী?
– মথুরারা রাজা কংস।
১৪. গোয়ালঘর থেকে কোন গ্রন্থ পাওয়া যায়?
– শ্রীকৃষ্ণকীর্তন
১৫. “রাধা” দধি বিক্রির জন্য কোথায় যেত?
-মথুরা।
১৬. মধ্য যুগের অাদি নিদর্শন কোনটি?
– শ্রীকৃষ্ণকীর্তন
১৭. শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত হয় কত সালে?
– ১৯১৬ খ্রিষ্টাব্দে
১৮. “বাশুলী” দেবীর অপর নাম কী?
– দেবী চণ্ডী / বিশালাক্ষী দেবী।
১৯. “বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কী?
– অনন্ত ।
২০. মধ্যযুগের প্রথম কবি কে?
– বড়ু চণ্ডীদাস
২১. “রাধার” পিতার নাম কী?
-সাগর গোয়ালা।
২২. কৃষ্ণ কোন খণ্ডে রাধার পসরা বহন করেছিলেন ?
-ভারখণ্ডে।
২৩. কৃষ্ণ কালীয়নাগ দমন করেন কোন খণ্ডে?
– কালীয়দমনখণ্ডে
২৪. কোনখণ্ডে কৃষ্ণ রাধার কাছে খাজনা দাবি করেছিল?
– দানখণ্ডে
২৫. বড়ু চণ্ডীদাসের জন্মস্থান কোথায়?
– বীরভূমের নান্নুর গ্রামে ( অধিকাংশ গবেষকের মতে)
২৬. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাসের জন্মস্থান কোথায়?
– বাঁকুড়ার ছাতনা
২৭. বিমান বিহারীর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাম কী?
– শ্রীকৃষ্ণের ধামালি
২৮. ‘অন্ধকার যুগ’ কোন সময় কে বলা হয়?
-১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ।
২৯. মধ্যযুগের প্রধান কাব্যধারা কয়টি?
– ৪টি
৩০. ‘সেক শুভোদয়া’ কাব্যে ‘সেক’ বলতে কোন মুসলিম দরবেশ কে বোঝানো হয়েছে ?
– জালালুদ্দিন তাব্রিজী।
৩১. শূন্যপুরাণ এর রচয়িতা কে?
– রামাই পণ্ডিত
৩২. ‘শূন্যপুরাণ’ কাব্যে কতটি অধ্যায় রয়েছে ?
-৫১ টি।
৩৩. কোন শাসকদের সময়কে অন্ধকার যুগ বলা হয়?
– তুর্কি
৩৪. কোন ঘটনায় অন্ধকার যুগ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়?
– বখতিয়ার খলজির বাংলা বিজয়
৩৫. মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
– ধর্ম নির্ভর
৩৬. বখতিয়ার খলজি বাংলা অাক্রমণ করেন কত সালে?
– ১২০৪ খ্রিষ্টাব্দে
৩৭. ‘সেক শুভোদয়া’ কাব্যের রচয়িতা কে?
– হলায়ুধ মিশ্র।
৩৮. গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য কে কী বলে?
-চম্পক বা চম্পুকাব্য
৩৯. ‘হিরা মালিনী’- কোন কাব্যের চরিত্র?
– কালিকামঙ্গল ( অপশনে কালিকামঙ্গল না থাকলে অন্নদামঙ্গল উত্তর হবে)
৪০. চণ্ডীমঙ্গলের সর্বশেষ কবি কে?
– অকিঞ্চন চক্রবর্তী
৪১. মঙ্গল কাব্যে কোন দুই দেবীর প্রাধান্য বেশি? – মনসা ও চন্ডী
৪২. বেহুলা কার কন্যা?
– সায়বেন এর কন্যা
৪৩. দ্বিজবংশী দাস রচিত মনসামঙ্গল কাব্যের নাম কি?
– পদ্মাপুরাণ
৪৪. ডক্টর আশুতোষ দাস মনসামঙ্গলের কোন কবির কাব্য আবিষ্কার ও প্রকাশ করেছেন? – তন্ত্রবিভূতি
৪৫. চণ্ডীমঙ্গল কাব্যের কোন কবি স্বভাব কবি হিসেবে পরিচিত? – দ্বিজমাধব
৪৬. রাজা হরিশচন্দ্র কোন কাব্যের চরিত্র? – ধর্মমঙ্গল
৪৭. অন্নদামঙ্গল কাব্যটি কয় খণ্ডে বিভক্ত?
– ৩ খণ্ডে
৪৮. মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র কে?
– চাঁদসদাগর
৪৯. ‘নগাষ্টক’ ও ‘গঙ্গাষ্টক’ সংস্কৃত কবিতার রচয়িতা কে? – ভারতচন্দ্র রায়গুণাকর
৫০. মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র কোনটি? – ফুল্লরা
৫১. “জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী” কোন কবির উক্তি? – ভারতচন্দ্র রায়গুণাকর
৫২. কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে? – কবিকঙ্ক
৫৩. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার? – ঈশ্বরী পাটনী
৫৪. মধ্যযুগের সবচেয়ে পতিপ্রাণা চরিত্র কে?
– বেহুলা
৫৫. নেতাই ধোপানি কে?
– মনসামঙ্গল কাব্যের চরিত্র। স্বর্গের ধোপা
৫৬. কবিকঙ্কণ কার উপাধি?
– মুকুন্দরাম চক্রবর্তী
৫৭. ভারতচন্দ্রের মৃত্যু কত সালে?
-১৭৬০ খ্রিষ্টাব্দে
৫৮. বড়র পিরীতি বালির বাঁধ
ক্ষণেক হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। – কার উক্তি?
– ভারতচন্দ্র রায়গুণাকর
৫৯. কালিকা মঙ্গলের বিশিষ্ট কবি রামপ্রসাদ সেনের উপাধি কি?
– কবিরঞ্জন
৬০. বাংলাদেশ ও অাসামে কোন কবির মনসামঙ্গল কাব্য ব্যাপক জনপ্রিয়?
– নারায়ণ দেব*******মধ্যযুগ ২********১) নাথ অর্থ কী?
– প্রভু।
২) নাথ ধর্মের আদি গুরু কে?
শিব, তাই শিব হলেন আদি নাথ।
৩) এ দেশে প্রাচীন কাল থেকে শিব উপাসক এক শ্রেণির যোগী সম্প্রদায় ছিল, তাদের আচরিত ধর্মের নাম কী?
– নাথ ধর্ম।
৪) নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্য কী নামে পরিচিত?
– নাথ সাহিত্য নামে পরিচিত
৫) নাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
– মীননাথ।
৬) মীননাথ বা মৎসেন্দ্রনাথের শিষ্য কে?
– গোরক্ষনাথ।
৭) নাথ ধর্মে কয়জন গুরুর নাম পাওয়া যায়?
– নয়জন
৮) নাথ সাহিত্যের প্রধান শাখা কয়টি?- ২টি- ক. ময়নামতি
খ. গোপীচন্দ্রের সন্ন্যাস।
৯) নাথ সাহিত্য কে সংগ্রহ ও প্রকাশ করেন?
– ভাষাবিজ্ঞানি স্যার জর্জ গ্রীয়াসর্ন রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে ১৮৭৮ সালে ‘মানিকচন্দ্র রাজার গান’ নামে প্রকাশ করেন।
১০) নাথ সাহিত্য প্রকৃত পক্ষে কী?
– গীতিকা।
১১) নাথ সাহিত্যের প্রধান কবি কে?
– শেখ ফয়জুল্লাহ।১২)গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতা কে?
-শেখ ফয়জুল্লাহ১৩) গোপীচন্দ্রের সন্ন্যাস কাব্যের রচয়িতা কে? – শুকুর মাহমুদ১৪) মীনচেতন -কাব্যের রচয়িতা কে? শ্যামদাস১৫) গোর্খ বিজয় কাব্যের রচয়িতা কে?
— ভীমসেন রায়১৬) গোবিন্দচন্দ্রগীত কাব্যের রচয়িতা কে? — দুর্লভ মল্লিক১৭) ময়নামতির গান কাব্যের রচয়িতা কে?
— ভবানী দাস
১৮) ‘গোপীচন্দ্রের সন্ন্যাস’ এর রচিয়তা শুকুর মাহমুদ এর বাড়ী কোথায়?
– রাজশাহীর সিঁন্দুর কুসুম গ্রামে।১৯) মর্সিয়া কী শব্দ?
– ফারসি শব্দ, এর অর্থ শোক প্রকাশ করা, শোক বা আহাজারি।
২০) শোকগীতি বা বিলাপ সঙ্গীত কী?
– মর্সিয়া সাহিত্য।
২১) মর্সিয়া সাহিত্যের আদি কবি?
– শেখ ফয়জুল্লাহ।
২২) শেখ ফয়জুল্লাহ রচিত কাব্যের নাম কী? -‘জয়নবের চৌতিশা’ (১৫৭০)।২৩) দৌলত উজির বাহরাম খানের (চট্টগ্রামের অধিবাসী) মর্সিয়া কাব্যের নাম কী? —‘জঙ্গনামা’ বা ‘মুক্তল হোসেন’ এটি তাঁর প্রথম কাব্য।
২৪) জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কী?
— যুদ্ধ বিগ্রহ।
২৫) মুহম্মদ খানের মর্সিয়া কাব্য কোনটি? — ‘মুক্তুল হোসেন’
২৬) মর্সিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি কে?
— রাধারমণ গোপ।
২৭) রাধারমণের কাব্যের নাম কী — ইমামগণের কেচ্ছা, আফৎনামা
২৮) কাশিমের লড়াই’, ‘ফাতিমার সুরতনামা’ কাব্যের রচয়িতা কে?
—শেখ শেরবাজ চৌধুরী
২৯) ‘শহীদ – ই কারবালা’ ও ‘সখিনার বিলাপ’কাব্যের রচয়িতা কে?
– জাফর
৩০) ‘হানিফার লড়াই’ কাব্যের রচয়িতা কে? —আবদুল আলিম
৩১) .‘জঙ্গনামা’ ‘আমির হামজা’ কাব্যের রচয়িতা কে?
— ফকির গরীবুল্লাহ
৩২) বাউল কত প্রকার?
– ২ প্রকার
৩৩) শাক্ত পদাবলির শ্রেষ্ঠ কবি কে?
– রামপ্রসাদ সেন
৩৪) ঈশান নাগর রচিত জীবনী সাহিতের নাম কী?
– অদ্বৈত মঙ্গল
৩৫) আলাওল কার নির্দেশে পদ্মাবতী কাব্য অনুবাদ করেছেন?
– কোরেশী মাগন ঠাকুর
৩৬) চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কে? -কোরেশী মাগন ঠাকুর
৩৭) হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে মধ্যযুগে?
– রোমান্টিক প্রণয়োপাখ্যান
৩৮) দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।। ” -কার উক্তি?
– আবদুল হাকিম
৩৯) আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি?
– দৌলত কাজী
৪০) “লাইলী -মজনু ” কাব্যটি কে অনুবাদ করেছেন?
– দৌলত উজির বাহরাম খান
৪১) “নসিহৎনামা” কাব্যটি কে অনুবাদ করেছেন?
– আবদুল হাকিম
৪২) ময়মনসিংহ গীতিকার পৃষ্ঠপোষক কে?
– স্যার আশুতোষ মুখোপাধ্যায়
৪৩) বিজ্ঞানসম্মত ভাবে লোকসাহিত্য কয় ভাগে বিভক্ত?
– ৭ ভাগে
৪৫) “দস্যু কেনারামের পালা”রচয়িতা কে?
– চন্দ্রাবতী
৪৬) “গোর্খ বিজয়” গ্রন্থটি কে সম্পাদনা করেন?
– ডক্টর পঞ্চানন মন্ডল
৪৭) লোক কথা কয় ভাগে বিভক্ত?
– তিন ভাগে
৪৮) পাঁচালী গানের শক্তিশালী কবির নাম কি?
– দাশরথি রায় /দাশু রায়
৪৯) মুসলিম শাসনামলে ভারতবর্ষে রাজভাষা ছিল?
– ফারসি
৫০) আমির হামজা কাব্যের শেষ অংশ কে রচনা করেছেন?
– সৈয়দ হামজা
৫১) গোবিন্দ দাস” কার ভাব শিষ্য ছিলেন?
– বিদ্যাপতি।
৫২) “ব্রজবুলি” মূলত কোন কোন ভাষার মিশ্রণ?
– বাংলা ও মৈথিলী।
৫৩) ” সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল” পদের রচয়িতা কে?
-জ্ঞান দাস।
৫৪) বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদি কবি কে?
-চণ্ডীদাস।
৫৫) রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি বলেছেন?
-চণ্ডীদাস।
৫৬) বিদ্যাপতির কবিতা পড়ে “রাজকণ্ঠের মণিমালা” উপাধী দিয়েছেন কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৭) কৃষ্ণদাস কবিরাজ রচিত কাব্যের নাম কি?
– শ্রীচৈতন্যচরিতামৃত
৫৮) জ্ঞানদাস রচিত কাব্যের নাম কি?
-মাথুর ও মুরলী শিক্ষা
৫৯) কোন কবির অনুসরণে রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন?
– বিদ্যাপতি
৬০) আরকান রাজ্যের বর্তমান নাম কী?
– রাখাইন রাজ্য।
৬১) বাংলা সাহিত্যের ১ম মুসলিম কবির নাম কী?
– শাহ মুহম্মদ সগীর।
৬২) লায়লী- মজনু কাব্যের নায়কের নাম কী?
– কয়েস।
৬৩) গুলে বকাওলী কাব্যের রচয়িতা কারা?
– নওয়াজিস খান ও মুহম্মদ মুকীম।
৬৫) মুহাম্মদ কবীরের ১ম কাব্যের নাম কী?
– মধু মালতী।
৬৬) মধু মালতী কাব্যের নায়কের নাম কী?
– মনোহর।
৬৭) পদ্মাবতী কাব্যের নায়কের নাম কী?
-রত্নসেন।
৬৮) রাগতালনামা গ্রন্থের রচয়িতা কে?
-আলাওল।
৬৯) “সতীময়না ও লোর চন্দ্রানী” কাব্যের রচয়িতা কে?
-দৌলত কাজী ও অালাওল
৭০).” মরদনের” বিখ্যাত কাব্যের নাম কী?
– নসীরানামা।
৭১) সয়ফুলমুলক বদিউজ্জামাল কাব্য অনুবাদ করা হয় কোথা থেকে?
– আলিফ-লায়লা।
৭২) চৈতন্যদেবের পৈতৃক নিবাস কোন গ্রামে?
– ঢাকা দক্ষিণ গ্রামে।
৭৩) চৈতন্যদেব কতসালে কোথায় মৃত্যুবরণ করেন?
– ১৫৩৩ সালে পুরীতে।
৭৪) চৈতন্যদেবের জীবনী গ্রন্থ প্রথম কে রচনা করেছেন?
– মুরারী গুপ্ত
৭৫) ছুটিখানী মহাভারতে রচয়িতা কে?
– শ্রীকর নন্দী
৭৬) বৈষ্ণব পদাবলির প্রথম মুসলমান কবির নাম কি?
-শেখ কবির
৭৭) কড়চা অর্থ কি?
– দিনলিপি
৭৮) ব্রজবুলি ভাষার প্রবর্তক কে?
– বিদ্যাপতি
৭৯) চৈতন্য যুগের সময়সীমা কত? ১৫০০-১৬০০,মতান্তরে ১৫০০-১৭০০
৮০) বৈষ্ণব পদাবলির স্বভাব কবি কে?
– গোবিন্দদাস
৮১) বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে?
– চণ্ডীদাস
৮৩) সংগীত সাধক নামক সংস্কৃত নাটক কে রচনা করেছেন?
– গোবিন্দদাস
৮৪) এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বান্ধা আপনা আপনি।। – কোন কবি রচনা?
– চণ্ডীদাস
৮৫) নব নব বৃন্দাবন নব নব তরুগণ
নব নব বিকশিত ফুল। -কোন কবির রচনা? – বিদ্যাপতি
৮৬) অনুবাদ সাহিত্যের প্রথম কবি কে?
– কৃত্তিবাস
৮৭) মহাভারতের প্রথম অনুবাদক কবি কে? – কবীন্দ্র পরমেশ্বর
৮৮) অনুবাদ সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি?
– চন্দ্রাবতী
৮৯) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
– মালাধর বসু
৯০) নিত্যানন্দ দাস রচিত রামায়ণের নাম কি?
– অদ্ভুত অাশ্চর্য রামাণ কথা
৯১) পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি কে?
– ফকির গরীবুল্লাহ
৯২) কবিগানের অাদি কবি কে?
– গুঁজলা গুই
৯৩) কবিগানের নারী কবি কে?
– যজ্ঞেশ্বরী
৯৪) ‘বাংলা লোকসাহিত্য’ গ্রন্থের লেখক কে?
– অাশুতোষ ভট্টাচার্য
৯৫) প্রবাদের অপর নাম কী?
– কাব্য কণিকা
৯৬) খনা অর্থ কী?
– বোবা
৯৭) ডাক বর্তমানে কোথায় গীত হয়?
– ওড়িষ্যা
৯৮) লোক সাহিত্যের কোন শাখা সমকালকে বেশি স্পর্শ করে?
– প্রবাদ
৯৯) লোক কথা কয় ভাগে বিভক্ত?
– ৩ ভাগে
১০০) রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার রস’ বলেছেন?
– ঠাকুরমার ঝুলিকে
১০১) ঠাকুরমার ঝুলি অনূদিত হয়েছে?
– জার্মান ভাষায়
১০২) খনা কোন ভাষার শব্দ?
– তিব্বতি
১০৩) প্রাচীন কৃষি বিজ্ঞান কী?
– খনার বচন

Leave a Reply