You are currently viewing বারমুডা ট্রায়াঙ্গেল

বারমুডা ট্রায়াঙ্গেল

  • Post category:Study

রহস্যজনকভাবে এই হারানোর ঘটনা নিয়ে সর্বপ্রথম আমেরিকান দৈনিক  The Miami Herald আর্টিকেল প্রকাশ করে। তার দুই বছর পর  Fate ম্যাগাজিন ‘Sea Mystery at Our Back Door’ নামে আরেকটি আর্টিকেল প্রকাশ করে। জর্জ স্যান্ড তার এই রচনায় ফ্লাইট-১৯ সহ আরো কিছু সংখ্যক বিমান এবং জাহাজের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা। ফ্লাইট-১৯ এর এই ঘটনা পরব্ররতিতে রিপোর্ট করে American Legion magazine ও। তারপর আরো কত লেখা যে হয়েছে এই স্থান নিয়ে, তার ইয়ত্তা নেই।

সাধারণভাবে বলতে গেলে, বহুল-আলোচিত এবং রহস্যাচ্ছাদিত এই এলাকা হচ্ছে উত্তর আটলান্টিক সাগরের পশ্চিম ভাগ। যুক্তরাষ্ট্রের দক্ষিণের মায়ামি, পুয়ের্তো রিকো ও বারমুডা দ্বীপপুঞ্জের সংযোগ-রেখার দ্বারা গঠিত কাল্পনিক ত্রিভুজ আকৃতির এই এলাকাকে নিয়ে Pulp Magazine এ লিখতে গিয়ে   Vincent Gaddis সর্বপ্রথম  ১৯৬৪ সালে ‘The Deadly Bermuda Triangle’ শব্দটি ব্যবহার করেন। তারপর থেকে এটি বারমুডা ট্রায়াঙ্গেল নামেই পরিচিত। এর আয়তন সর্বজন স্বীকৃত নয়। লেখকভেদে এর আয়তন নিয়ে মত পার্থক্য রয়েছে এবং এটা প্রায় ১৩,০০,০০০ বর্গ কি.মি. থেকে ৩৯,০০,০০০ বর্গ কি.মি. ধরা হয়। ধারনা করা হয়, প্রায় ৫০ টিরও বেশি জাহাজ এবং ২০ টিরও বেশি বিমান হারিয়ে যায় এই স্থানে।

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় চরিত্রের ব্যাপারে প্রথম লিখিত ঘটনা পঞ্চদশ শতকের। কলম্বাস ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার পথে লক্ষ্য করেন অদ্ভুত ঘটনা। এই এলাকা অতক্রম করার সময় কম্পাসের কাটা ছোটাছুটি করতে শুরু করে। এরকম আরো অজস্র ঘটনা প্রচলিত আছে মানুষের মুক্ষে মুখে যদিও ঐতিহাসিক ভাবে বেশিরভাগই সিদ্ধ নয়। কিন্তু গুজব কিছু থাকলেও তা মানুষের মনোযোগ আকর্ষণ করে নেয়। রহস্যভেদ করতে এগিয়ে আসে অনেকেই এবং দিতে থাকে নানা হাইপোথিসিস। যার মধ্যে কিছু কিছু খুবই উদ্ভট। নিখোঁজ হওয়ার বিপরীতে বলা হতে থাকে সেই এলাকায় শয়তান বা এলিয়েনদের উপস্থিতির কথা, কম্পাস-সমস্যার কারণ হিসেবে দায়ী করা হয় সেই এলাকার অস্বাভাবিক চৌম্বক ক্ষেত্রকে। 

জাহাজের হারিয়ে যাওয়ার আরেকটি কারণ হিসেবে বিশাল প্রাকৃতিক গ্যাসের খনিকে দায়ীও করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এক ল্যাবরেটরিতে প্রমাণ করে দেখানো হয়েছে যে, খনি থেকে উদগত গ্যাস-বাবলের কারণে পানির যে ঘনত্ব হ্রাস পায়, 

তা জাহাজ ডুবানোর জন্য যথেষ্ট। ক্রান্তীয় অঞ্চলের দুর্যোগপূর্ণ আবহাওয়াকেও কারণ হিসেবে দেখে অনেকে। Larry Kusche তার ‘The Bermuda Triangle Mystery: Solved (1975) লেখনীতে আগের লেখা রহস্যময় ঘটনাগুলোকে বাগারম্বড় হিসেবে অভিহিত করেন এবং কিছু সিদ্ধান্তের মাধ্যমে তার আলোচনা সমাপ্ত করেন। সেগুলো হল-

  • যে পরিমাণ নৌযান এবং আকাশযান এই অঞ্চলে হারিয়ে গেছে তা সমূদ্রের অন্যান্য অংশের অনুপাতে খুব বেশি নয়।
  • ঘন ঘন সাইক্লোন হওয়া এলাকার জন্য এটাকে অসামঞ্জস্য বা রহস্যময় বলা যায় না।
  • উপরন্তু, নিখোজ হওয়ার সময় আবহাওয়া কেমন ছিল সে ব্যাপারে উল্লেখ করতে Berlitz সহ বেশির ভাগ লেখকই ব্যর্থ হয়েছেন।
  • নিখোজের সংখ্যাও অনর্থক স্ফীত করা হয়েছে। যেমনঃ হয়তো কোন বোট দেরিতে এসেছে কিন্তু প্রকৃত পক্ষে সেটা দেরিতে এসেছে।
  • কিছু কিছু ঘটনা আসলে ঘটেই নি।
  • জানার কমতি থাকায় অথবা ইচ্ছাকৃত ভাবে লেখকেরা এই এলাকা সমন্ধে ভুল ধারনা ছড়িয়েছে। এটা বারমুডা ট্রায়াংগেলকে রহস্যময় জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

World Wide Fund for Nature ২০১৩ সালের এক গবেষণায় বিশ্বের বিপজ্জনক ১০ টি পানিপথ খুঁজে বের করেছে। কিন্তু তার মধ্যে নেই বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ। তবুও এটা সমন্ধে এখনো মানুষের কৌতুহলের অন্ত্য নেই। তাইতো এই প্রেক্ষাপটে রচিত হয়েছে হাজারো বই। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন সেগুলি-

১। বারমুডা ট্রায়াঙ্গেল- ভবেশ রায়

২। বারমুডা ট্রায়াঙ্গল- শামসুদ্দীন নওয়াব

৩। বারমুডা ট্র্যাঙ্গল- চিরঞ্জীব সেন

৪। বারমুডা রহস্য- রকিব হাসান

৫। The Bermuda Triangle- Charles Berlitz

৬। Into the Bermuda Triangle- Gian J. Quasar

৭। Where Is the Bermuda Triangle?- Megan Stine

৮। The Bermuda Triangle Mystery Solved- Larry Kusche

৯। The Bermuda Triangle- Jane Bingham

১০। Bermuda Triangle- Andrew Donkin

রেফারেন্সঃ

  1. https://www.history.com/topics/folklore/bermuda-triangle
  2. https://en.wikipedia.org
  3. https://roar.media/bangla/main/myth/bermuda-triangle-mystery
  4. https://www.prothomalo.com/education/science-tech
  5. https://oceanservice.noaa.gov/facts/bermudatri.html
  6. https://theconversation.com/curious-kids-what-is-the-bermuda-triangle-and-why-is-it-considered-dangerous-145616
  7. https://tbsnews.net/splash/bermuda-triangle-science-or-myth-125707

Leave a Reply