You are currently viewing ভাষা আন্দোলন নিয়ে ১০১ টি তথ্য

ভাষা আন্দোলন নিয়ে ১০১ টি তথ্য

 

 

  • সমগ্র পাকিস্তানে বাংলা ভাষাভাষী শতকরা ৫৬ ভাগ।
  • উর্দু হবে পাকিস্তানের জাতীয় ভাষা- চৌধুরী খালিকুজ্জামান ১৯৪৭ সালের মে মাসে হায়দারাবাদে উর্দু সম্মেলনে।
  • প্রবন্ধ – আমাদের ভাষা সমস্যা – ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, দৈনিক আজাদ- ২৪ জুলাই ১৯৪৭
  • তমুদ্দুন মজলিশ – ঢাবির পদার্থবিদ অধ্যাপক আবুল কাশেম- ২ সেপ্টেম্বর ১৯৪৭,
  • মুখপাত্র – সাপ্তাহিক সৈনিক
  • প্রথম পুস্তিকা – পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু ।
  • প্রথম পুস্তিকার লেখকগণ- অধ্যাপক আবুল কাশেম, আবুল মনসুর আহমদ, ড. কাজী মোতাহার হোসেন- ১৫ সেপ্টেম্বর ১৯৪৭।
  • রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ-অধ্যাপক নূরুল হক- অক্টোবর ১৯৪৭।
  • রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বিলুপ্তি হয় ২ মার্চ ১৯৪৮।

ঘটনা প্রবাহঃ

  • ধীরেন্দ্রনাথ দত্ত (কুমিল্লা বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) – গণপরিষদ সদস্য – ১ম বাংলা দাপ্তরিক ভাষার দাবী উত্থাপন কারী- ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮, তিনি ওয়াকআউট করেছিলেন।
  • সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ- ২রা মার্চ ১৯৪৮, ঢাবি র ফজলুল হক হলে- আহবায়ক – শামসুল হক, নেতৃত্বে ছিলেন কামরুদ্দীন আহমদ।
  • প্রথম হরতাল- ১১ মার্চ ১৯৪৮, আহবায়ক – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
  • ঐ দিনটি প্রথম ভাষা দিবস এবং জাতীয় দিবস। ঐ হরতালে আটক হন- শেখ মুজিব, শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ ৬৯ জন।
  • খাজা নাজিমুদ্দিন ও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মিলে ৮ দফা চুক্তি – ১৫ মার্চ ১৯৪৮।
  • মুহাম্মদ আলী জিন্নাহ – পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং ১ম গভর্নর জেনারেল।
  • ১৯ মার্চ ঢাকা আগমন
  • ২১ মার্চ রেসকোর্সে ঘোষণা – উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা।
  • ২৪ মার্চ ১৯৪৮-ঢাবির কার্জন হলে সমাবর্তনে জিন্নাহর ঘোষণা – Urdu and Inly Urdu shall be the state language of Pakistan।
  • জিন্নাহর মৃত্যু – ১১ সেপ্টেম্বর ১৯৪৮
  • জিন্নাহ মৃত্যুর পর গভর্নর জেনারেল – খাজা নাজিমুদ্দিন
  • লিয়াকত আলী খান- পাকিস্তানের ১ম প্রধানমন্ত্রী। নিহত হন- ১৬ অক্টোবর ১৯৫১ রাওয়ালপিন্ডিতে।
  • পরবর্তী প্রধানমন্ত্রী – পূর্ববাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন

 

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত সকল প্রশ্নোত্তর একসাথে জেনে নিনঃ

 

  • পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?

উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

  • উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?

উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

  • কখন শহীদ স্মরণে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়?

উঃ ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা ২৩ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনার তৈরির কাজ শুরু করে। কাজ শেষ হয় ২৪ তারিখ ভোরে। তাতে একটি হাতে লেখা কাগজ গেঁথে দেয়া হয়, যাতে লেখা ছিল‘শহীদ স্মৃতিস্তম্ভ’।

  • শহীদ মিনারের উচ্চতা কত ছিল?

উঃ ১৪ মিটার (৪৬ফুট)

  • শহীদ মিনারের স্থপতি কে?

উঃ হামিদুর রহমান

  • তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?

উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭

  • উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?

উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।

  • ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?

উঃ নুরুল আমিন।

  • ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উঃ খাজা নাজিমউদ্দিন।

  • প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?

উঃ শহীদ শফিউরের পিতা।

  • ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয়?

উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।

  • কখন স্বতস্ফুর্তভাবে ২১ ফেব্রুয়ারি পালন করা হয়েছিল?

উঃ শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়।

  • উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?

উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

  • কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?

উঃ ১৯৫৬ সালে।

  • পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?

উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

  • উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?

উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

  • ভাষা আন্দোলনের প্রথম গান ও রচয়িতা?

উঃ “রাষ্ট্রভাষা”। রচয়িতা বাগেরহাটের চারণ কবি শামসুদ্দিন আহমেদ

  • ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা এবং সুরকার হলেন –

উঃ আবদুল গাফফার চৌধুরী এবং আলতাফ মাহমুদ

  • কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, কবিতাটির রচয়িতা কে?

উঃ আবু জাফর ওবায়দুল্লাহ

  • ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন-

উঃ আব্দুল লতিফ

  • ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?

উঃ শামসুর রাহমান

  • প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?

উঃ শহীদ শফিউরের পিতা।

  • ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয়?

উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।

  • উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?

উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

  • কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?

উঃ ১৯৫৬ সালে।

  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল এবং বাংলা সনের কত তারিখ ছিল?

উঃ সেদিন বাংলা ১৩৫৮সালের ৮ ফাল্গুন ছিল। দিনটি ছিল বৃহস্পতিবার ।

  • একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আবেদন করা হয় কখন?

উঃ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ সালে প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম।

  • একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কখন?

উঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

  • সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান হয় কোন সময় থেকে?

উঃ অবশেষে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালে সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।

  • ফেব্রুয়ারি মাসটি কিভাবে উদযাপিত হয়?

উঃ ফেব্রুয়ারি মাসটি নানাভাবে উদযাপিত হয় যার মধ্যে আছে, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদযাপন, যা একুশে বইমেলা নামে সমধিক পরিচিত। এছাড়াও ভাষা আন্দোলনে আত্মত্যাগকারীদের ত্যাগের সম্মানে এ মাসেই ঘোষণা করা হয় বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বেসামরিক পদক ‘একুশে পদক’ পান।

  • খাজা নাজিমুদ্দিন – ২৬ জানুয়ারি ১৯৫২- পল্টনে উর্দু কে রাষ্ট্র ভাষার ঘোষণা দেন।
  • সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি- নেতৃত্বে- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিনিধি -৪০ জন। ৩১ জানুয়ারি ১৯৫২ সাল।
  • সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি ২১ ফেব্রুয়ারি ১৯৫২ পূর্ববাংলায় ধর্মঘট পালন কর্মসূচি আহবান।
  • পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন- ১৪৪ ধারা জারি- ২০ শে ফেব্রুয়ারি ১৯৫২ – সময়কাল – একমাস – ঢাকা শহরে সভা সমাবেশ সমিতি নিষিদ্ধ হয়।
  •  

২১শে ফেব্রুয়ারি ১৯৫২

  • পূর্বঘোষিত ধর্মঘট পালন -ঢাবির আমতলায়- সকাল ১০:০০ টায়- নেতৃত্বে- ভাষা সৈনিক গাজীওল হক।
  • মিছিলে নেতৃত্বে- আব্দুস সামাদ, লোকসংখ্যা ১০ জন। (১৪৪ ধারা ভঙ্গ)।
  • আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন – ২১ ফেব্রুয়ারি শহীদ হন
  • শফিউর রহমান- ২২ ফেব্রুয়ারি ১৯৫২
  • প্রথম ভাষা শহীদ- শহীদ আবুল বরকত

 

ভাষা শহীদদের সংক্ষিপ্ত বর্ণনা

 

  • আব্দুস সালাম- পিয়ন, শুল্ক বিভাগ, পাকিস্তান সরকার- জন্ম(ফেনী)-
  • আবুল বরকত- ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি – ভরতপুর, মুর্শিদাবাদ।
  • রফিকউদ্দিন আহমেদ – ছাত্র,দেবেন্দ্র কলেজ – মানিকগঞ্জ
  • আব্দুল জব্বার – দরিদ্র কৃষকের সন্তান – ময়মনসিংহ
  • শফিউর রহমান- হাইকোর্টের কর্মচারী – কোন্নগর, হুগলি,পশ্চিমবঙ্গ।
  • শহীদের কবর- ঢাকার আজিমপুর কবরস্থানে।
  • রাজশাহী কলেজ চত্বর শহীদ মিনার- দেশের প্রথম শহিদ মিনার- ২১ ফেব্রুয়ারি ১৯৫৩।
  • ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল শহীদ মিনার- ঢাকায় প্রথম-২৩ ফেব্রুয়ারি।
  • এটি উদ্ধোধন করেন- মৌলভী মাহবুবুর রহমান (শফিউরের পিতা) -২৪ ফেব্রুয়ারি ১৯৫২- ডিজাইনার – ডা. বদরুল আলম।
  • বর্তমান শহীদ মিনার- ডিজাইনার – হামিদুর রহমান
  • সহযোগী স্থপতি – নভেরা আহমেদ – (মৃত্যু – ৬ মে ২০১৫।
  • বিদেশে শহীদ মিনার-
  • ১ম- জাপানের টোকিওতে (২০০৬)
  • ২য়- কানাডাতে,
  • ৩য়- ওমানে।
  • ৪থ- ইতালির রোমে(২০১০)

 

একুশের যা কিছু প্রথম

  • একুশের ১ম গানঃ ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না- ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক।
  • একুশের গান- আমার ভাইয়ের রক্তে রাঙানো… – গীতিকার – আবদুল গাফফার চৌধুরী- প্রথম সুরকার -আবদুল লতিফ। বর্তমান সুরকার – আলতাফ মাহমুদ।
  • প্রথম কবিতা- কাঁদতে আসিনি,ফাঁসির দাবী নিয়ে এসেছি।- চট্টগ্রামের মাহবুবুল আলম চৌধুরী।
  • প্রথম উপন্যাস -আরেক ফাল্গুন – জহির রায়হান
  • প্রথম নাটক – কবর- মুনীর চৌধুরী
  • প্রথম গল্প- একুশের গল্প- জহির রায়হান
  • প্রথম সংকলন- একুশে ফেব্রুয়ারি – হাসান হাফিজুর রহমান -১৯৫৩(পুঁথিঘর প্রকাশনী)
  • ২১ ফেব্রুয়ারি – দিনটি ছিল- বৃহস্পতিবার
  • বাংলায় ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ – ৮ ফাল্গুন, ১৩৫৯ বঙ্গাব্দ।
  • প্রথম শহীদ দিবস পালন -১৯৫৩ সালে

 

বিশেষ নোট

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি
  • স্বীকৃতি – ইউনেস্কো -১৭ নভেম্বর, ১৯৯৯ সালে- ৩০তম সম্মেলনে।
  • আনুষ্ঠানিক উদযাপন – ২০০০ সালে।
  • অংশগ্রহণকারী দেশ- ১৮৮ টি
  • উদ্যোক্তা – কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আবদুস সালাম
  • উদ্যোক্তা সংগঠন – Mother Language Lover of the World.
  • জাতিসংঘ স্বীকৃতি – ২০০৮ সালে।

 

বিবিধ

  • বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা – সিয়েরা লিওন
  • ভাষা আন্দোলনের সূত্রপাত – ১৯৫২ সালে
  • আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট- নির্মাণ কাজ শুরু- ১৫ মার্চ ২০০১ সাল।
  • বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি পায়- ১৯৫৬ সালে।
  • ১৯৪৮-১৯৫২ এর সময়ে ভাষা দিবস- ১১ মার্চ।
  • পাকিস্তান শব্দটি তৈরি করেন- চৌধুরী রহমত আলী
  •  ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা – মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • ভাষা আন্দোলনের ফসল – বাংলা একাডেমী।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী শহীদ মিনার- নিউইয়র্কে
  • কবিতা- অমর একুশে- রচয়িতা – হাসান হাফিজুর রহমান-১৯৫২ সাল- সংকলন গ্রন্থ – একুশে ফেব্রুয়ারি -১৯৫৩ সাল
  • ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য – মোদের গরব

(কালেক্টেড) 

Leave a Reply