You are currently viewing “মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, উপন্যাস, গান”

“মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, উপন্যাস, গান”

 

“মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, উপন্যাস, গান”

 

১. A Search for Identity বইটি কার লেখা? মেজর আব্দুল জলিল

২. দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা? মেজর জেনারেল সুখওয়ান্ত সিং.

৩. আগুনের পরশমণি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

৪. লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা কে? রফিকুল ইসলাম বীর উত্তম।

৫. একাত্তরের বিজয় গাঁথা কার লেখা ?মেজর রফিকুল ইসলাম।

৬. ‘এ গোল্ডেন এজ’ উপন্যাসটির রচয়িতা ?তাহমিনা আনাম।

৭. আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটির লেখক কে ?নীলিমা ইব্রাহিম।

৮. আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা কে ?এম আর আখতার মুকুল।

৯. একাত্তরের দিনগুলি কে লিখেছেন? জাহানারা ইমাম।

১০. একাত্তরের ডায়েরী কে লিখেছেন? সুফিয়া কামাল।

১১. একাত্তরের চিঠি কোন ধরনের রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন.

১২. একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? প্রথমা প্রকাশন.

১৩. মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? অ্যালেন গিন্সবার্গ।

১৪. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? বিদ্রোহী বাঙালি।

১৫. ‘জীবন আমার বোন’ কার রচনা? মাহমুদুল হক(মাহমুদুল হকের জীবন আমার বোন  বাংলাদেশের মুক্তিসংগ্রামের পটভূমিতে রচিত)

১৬. ‘বাংলাদেশ কথা কয় ‘বইটির লেখক কে ? আবদুল গাফ্ফার চৌধুরী।

১৭. একাত্তরের বর্ণমালা কার লেখা ?এম আর আখতার মুকুল।

১৮. তালাশ উপন্যাসের রচয়িতা কে ?শাহিন আক্তার।

১৯. ‘সবকটি জানালা খুলে দাও না’ এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু, সুরকার ?আহমেদ ইমতিয়াজ বুলবুল।

২০. একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার? গোবিন্দ হালদার, গানটির শিল্পী? আপেল মাহমুদ.

২১. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির প্রথম রেকর্ড করেন কে ?আব্দুল জব্বার।

২২. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি কোন সময় সৃষ্টি? মুক্তিযুদ্ধকালীন.

২৩. এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার কে? খান আতাউর রহমান।

২৪. এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার? গোবিন্দ হালদার।

২৫. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার? গাজী মাজহারুল আনোয়ার।

২৬. শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার? গৌরীপ্রসন্ন মজুমদার।

২৭. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্য চিত্রের নাম কি? স্টপ জেনোসাইড.

২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? ওরা ১১ জন।

২৯. পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন এর পরিচালক কে চাষী নজরুল ইসলাম।

৩০. গেরিলা চলচ্চিত্র পরিচালক কে? নাসির উদ্দীন ইউসুফ।

৩১. চলচ্চিত্র গেরিলা’ উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে রচিত। উপন্যাসটির লেখক কে সৈয়দ শামসুল হক।

২০. আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালক ?হুমায়ূন আহমেদ।

২১. ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কোবির।

২২. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্মৃতি ৭১ এর পরিচালক কে? তানভীর মোকাম্মেল।

২৩. একাত্তরের যীশু এর নির্মাতা কে ?নাসির উদ্দীন ইউসুফ।

২৪. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ এর পরিচালক কে ?মাসুদ পথিক।

২৫. জীবনঢুলী কি ?একটি চলচ্চিত্রের নাম।

২৬. তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলি  ছবির উপজীব্য কি? একাত্তরের মুক্তিযুদ্ধ।

২৭. খেলাঘর চলচ্চিত্রের পরিচালক কে ?মোরশেদুল ইসলাম।

২৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ?জয়যাত্রা।

২৯. জয়যাত্রা চলচ্চিত্র পরিচালক কে? তৌকির আহমেদ।

৩০. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হৃদয়ে ৭১ এর পরিচালক কে? সাদেক সিদ্দিকী।

৩১. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি আগামী এর পরিচালক কে? মোরশেদুল ইসলাম।

৩২. হুলিয়া ছবির পরিচালক কে? তানভীর মোকাম্মেল।

৩৩. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আবদুল গাফফার চৌধুরী।

৩৪. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র রিফিউজি ৭১ এর পরিচালক কে? বিনয় রায়।

৩৫. ‘টিয়ার্স অব ফায়ার’ কি? মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র.

৩৬. ‘দা কান্ট্রি মেড ফ্রম ডিজাস্টার’মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র তৈরি করেছেন ?রবার্ট রজার্স।

সংগ্রহে: সৌরভ ঘোষ 

Leave a Reply