You are currently viewing সাল মনে রাখুন সহজেই!

সাল মনে রাখুন সহজেই!

১। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-১৯৬৪ সালে
২। চায়না পারমাণবিক বিস্ফোরণ ঘটায়-১৯৬৪ সালে
৩। পি এল ও গঠিত হয়-১৯৬৪ সালে
৪। আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়-১৯৬৪ সালে
৫। গ্রুপ 77 গঠিত হয়-১৯৬৪ সালে
৬। বাংলাদেশ টিভি চালু হয়-১৯৬৪ সালে
৭। মার্টিন লুথার কিং শান্তিতে নোবেল পান-১৯৬৪ সালে
৮। বাংলাদেশের রেলপথ স্থাপিত হয়-১৯৬৪ সালে
৯। আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় -১৯৬৪ সালে
এখন হবে বিরতি। বিরতি শেষে আবার শুরু করা যাক।
©
১। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়-১৯৭৪ সালে
২। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-১৯৭৪ সালে
৩। বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-১৯৭৪ সালে
৪। আকু (ACU) প্রতিষ্ঠিত হয়-১৯৭৪ সালে
আবার শুরু করা যাক,
১। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয়-১৯৬২ সালে
২। ভারত চীন যুদ্ধ হয়-১৯৬২ সালে
#নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে
#বেনেলাক্স প্রতিষ্ঠিত হয় 1958 সালে
©
১। রুশ বিপ্লব হয় -1917 সালে
২। বেলফোর ঘোষণা হয়-1917 সালে
৩। লায়ন্স ক্লাব গঠিত হয়-1917 সালে
৪। অক্টোবর বিপ্লব হয়- 1917 সালে
৫। রেডক্রস প্রথম নোবেল -1917 সালে
৬। প্রথম পুলিৎজার পুরস্কার দেয়া হয় -1917 সালে
৭। শওকত ওসমানের জন্ম- 1917 সালে
৮। আহসান হাবীবের জন্ম -1917 সালে
©
১। স্মাইল ট্রেন প্রতিষ্ঠিত হয় 1999 সালে
২। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি
৩।G-20 প্রতিষ্ঠিত হয় 1999 সালে
©
১। গোয়েন্দা সংস্থা মোসাদ গঠিত হয়- 1949 সালে
২। ন্যাটো গঠিত হয়- 1949 সালে
৩। জেনেভা কনভেনশন স্বাক্ষর হয় -1949 সালে
৪। উইলিয়াম ফকনার নোবেল পুরস্কার লাভ করেন -1949 সালে
৫। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়- 1949 সালে
©
১। এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত হয়- 1961 সালে
২। বার্লিন দেয়ালের নির্মাণ করা হয়-1961 সালে
৩। জোট নিরপেক্ষ আন্দোলন NAM গঠিত হয়- 1961 সালে
৪। বিশ্ব খাদ্য কর্মসূচি wfp গঠিত হয় -1961 সালে
৫। বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়- 1961 সালে
৫।wwf গঠিত হয় -1961 সালে
৬। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায়- 1961 সালে
৭। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট প্রতিষ্ঠা লাভ করে -1961 সালে

Leave a Reply