You are currently viewing ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ( ২০২১-২৫)

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ( ২০২১-২৫)

 

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনাঃ

 

‘সকলের সাথে সমৃদ্ধির পথে’

★সময়কাল- ২০২১-২০২৫

★ বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা

★ কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ

★ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%

★ মূল্যস্ফীতি হবে- ৪.৮%

★ প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর

★ বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট

★দারিদ্রের হার- ১৫.৬%

★ চরম দারিদ্র- ৭.৪%

>>২৯ ডিসেম্বর, ২০২০ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়।

>>১৯২৮ সালে রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়।

>>বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়

১ জুলাই, ১৯৭৩ থেকে ৩০ জুন, ১৯৭৮।।

 

Leave a Reply