You are currently viewing Consistency

Consistency

  • Post category:Career

আমাদের লাইফের সবচেয়ে জরুরী একটা ব্যাপার হচ্ছে ‘Consistency’ 

ব্যাপারটা যদিও খুবই সাধারণ মনে হয়, কিন্তু সহজ না। কনসিসটেন্সি বলতে বুঝায় কাজে দৃঢ়তা থাকা, সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়া। যেটা অনেকের মাঝেই ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয় কিংবা অনেকের হয় না।

এটা মুলত একটা চিন্তাভাবনা কিংবা সাধারণভাবে বললে জীবনধারণের প্রক্রিয়া। 

যেমন ধরুন, আপনি জানেন যে প্রতিদিন অল্প করে পড়াশুনা করলে পরীক্ষার আগে অনেক পড়া জমে না। না প্রতিদিন না পড়লে অনেক পড়া জমে যায়।

সাধারণত ছাত্রছাত্রীদের মাঝে অনেককেই দেখা যায়, প্রতিদিন অল্প হলেও পড়াশোনা করে। আবার অনেকেই দেখা যায়  প্রতিদিন পড়াশুনা করে না, পরীক্ষা আসলে অনেক পড়াশোনা করতে হয়। 

আবার অন্যভাবে যদি আমরা বলি,

একজন ব্যাটসম্যান এক ম্যাচে ১০০ রান করে, অন্য ম্যাচে ২ রান করে। অর্থাৎ আমরা বলি ওর কোন কনসিসটেন্সি নেই। আবার কোন ব্যাটসম্যান এমন যে, সে ১০০ করতে না পারলেও মোটামুটি প্রতি ম্যাচেই ৫০/৬০ রান করে। অর্থাৎ সে কনসিসটেন্ট। 

এক্ষেত্রে প্রশ্ন চলে আসে, জীবনে ভাল কিছুর জন্যে কোনটা জরুরী? 

উত্তরটা খুব সাধারণভাবেই হলো কনসিস্টেন্সি প্রয়োজন।

ব্যাপারটা তৈলাক্ত বাঁশে বানর উঠা নামার মত! এক লাফে চার হাত উঠে তিন হাত নেমে যাওয়ায় কোন স্বার্থকতা নেই। এতে সময়, শ্রম সবই অপচয় হয়৷ সাফল্যের ক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যায়।

খরগোশের মত দ্রুত হাঁটা জানলেই হয় না, বিজয়ী কচ্ছপই হয়।

সফলতার জন্যে প্রতিভার চেয়ে বেশি প্রয়োজন Consistently Hard Work করা। অর্থাৎ আপনাকে পরিশ্রমী হতে হবে, তবে অবশ্যই সেটায় নিয়মিত বা Consistent হতে হবে! প্রতিভা আপনাকে একটু সুবিধা দিবে, এটুকুই। 

আপনাকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর লক্ষ্যে পৌঁছানোর জন্যে কৌশল নির্ধারণ করতে হবে। সব শেষে কৌশল বা Tactics মত নিয়মিত পরিশ্রম করতে হবে। 

যেমন ধরুন,  বই উৎসব এর বই পড়া ও রিভিউ লেখা প্রতিযোগিতা। 

এখানে আপনার লক্ষ্য একজন ভাল মানের রিভিউ লেখার দক্ষতা অর্জন করা। এর কিছু কৌশল থাকতে পারে, যেমন: বইটা ভাল করে পড়ে, রিভিউ লেখার জন্যে পর্যাপ্ত সময় থাকতেই বই পড়া শেষ করা, রিভিউ লেখা, বানানে সতর্ক হওয়া, শব্দ চয়নে সচেতন হওয়া, নিয়ম গুলো মানা ইত্যাদি। 

এরপর আপনি নিয়মিত এই কৌশল গুলো মাথায় রেখে পরিশ্রম করে যেতে হবে। আপনি ভাল রিভিউ লিখতে পারছেন কিনা তার একটা প্রকাশই হচ্ছে বিজয়ী হওয়া।

আপনি বিভাগীয় বিজয়ী হওয়ার অর্থ হলো বিভাগের মধ্যে ভাল রিভিউ লিখছেন। আর জাতীয় বিজয়ী মানে অংশগ্রহণকারী সকলের মধ্যে ভাল লিখছেন।

এখানে আপনি শুধু ভাল করে পড়লেই হবে না, ভাল লিখতেও হবে! অর্থাৎ প্রতিটা কৌশল গুরুত্বপূর্ণ। এখানেই প্রয়োজন মানসিক দৃঢ়তার। অনেকেই অনেক আগ্রহ নিয়ে শুরু করলেও সময়ের সাথে সে আগ্রহ টিকে থাকে না। হারিয়ে যায়। তারা Consistent না।

আবার ধরুন,

আপনি এক পর্বে বিজয়ী হয়ে পরের ৫/৭ পর্বে একবারো বিজয়ী হতে পারেন নি মানে হলো আপনার Consistency নেই। আপনি ভাল রাইটার, কিন্তু মাঝেমধ্যে ভাল লিখেন। আপনি পরিশ্রমী না!

উন্নতির কোন শেষ সীমা নেই। প্রতিনিয়ত নিজের উন্নয়ন নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। এর জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন ‘Consistently Hard Work’ 

Consistency ধরে রাখা কঠিন। কিন্তু যারা কঠিন কাজ করতে পারে তারাই সফলতা পায়! নিজেকে প্রতিদিন পরীক্ষায় ফেলুন, দেখবেন প্রতিদিন আপনার উন্নতি হচ্ছে। নিজেকে চ্যালেঞ্জ দিন, সবসময় Comfort Zone এ থাকবেন না। Comfort Zone আপনার জীবনের সম্ভাবনা নষ্ট করে ফেলবে। 

একটা বিখ্যাত কথা আছে, ‘A smooth sea never made a skill sailor’

আপনি বিজয়ী না হলে পুরষ্কারটা আপনার নামে রেখে দেওয়া হবে না, কেউ না কেউ নিয়ে নিবে। 

যেটা আপনার প্রাপ্য সেটা অন্যকে নিতে দিবেন কেন?

শুভ কামনা রইলো আপনার জন্যে।

This Post Has 2 Comments

  1. ইয়াসমিন

    ❤️

Leave a Reply