NATO (ব্যতিক্রমী 15টি প্রশ্ন-উত্তর একসাথে)

১. North Atlantic Treaty কার্যকরের মধ্য দিয়ে ন্যাটো কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ২৪ আগস্ট ১৯৪৯

২. ন্যাটো প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন?
উত্তর: ভ্যানডেনবার্গ

৩. সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটোর প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে বলে মনে করা হয়েছিলো। কিন্তু তা হয়নি। USSR এর পতনের পর কয়টি সদস্য যুক্ত করেছে ন্যাটো?
উত্তর: ১৪

৪. ন্যাটোর সর্বশেষ সদস্যের নাম কী?
উত্তর: নর্থ মেসিডোনিয়া

৫. বলকানের কোন দেশটি ন্যাটোর সদস্যের সম্ভাব্য তালিকায় আছে?
উত্তর: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

৬. ন্যাটোতে কোন দেশকে সদস্য দেয়ার প্রতিউত্তরে সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো প্যাক্ট করেছিলো?
উত্তর: পশ্চিম জার্মানি

৭. ন্যাটোর প্রথম সদরদপ্তর কোথায়?
উত্তর: লন্ডন

৮. ন্যাটো সনদের অনুচ্ছেদ কয়টি?
উত্তর: ১৪টি

৯. ন্যাটোর একটি দেশের ওপর হামলা মানে সব দেশের ওপর হামলা- কত নং অনুচ্ছেদে এ কথা বলা আছে?
উত্তর: ৫ম

১০. ন্যাটো ২০ কী?
উত্তর: রাশিয়ার সাথে চুক্তি

১১. ন্যাটোর প্রধান অঙ্গ (body) কয়টি?
উত্তর: ৭টি

১২. ন্যাটোর NPG কবে প্রতিষ্ঠালাভ করে?
উত্তর: ১৯৯৬ সালে

১৩. ন্যাটোর হৃদপিণ্ড বলা হয় কোন অঙ্গকে?
উত্তর: north atlantic council কে

১৪. ন্যাটো অ্যালাইড কমান্ড অপারেশন (ACO) এর সদরদপ্তর কোথায়?
উত্তর: মুন, বেলজিয়াম

১৫. ন্যাটো মহাসচিবের মেয়াদ কত বছর?
উত্তর: ৪ বছর

Leave a Reply