তুমি বরং থেকে যাও
– জান্নাতুল ফেরদৌসী
তুমি আমার ঘুমে থাকো,
স্বপ্নে থাকো;
থাকো আমার তন্দ্রাতে!
আছো আমার আনন্দে,
নিরর্থক অশ্রুতে;
কিংবা রাগে-অভিমানে।
তুমি থাকো কল্পলতার শিখরে;
আমার হাতে পরা-
মেহেদীর রক্তাক্ত রঙে!
তুমি বরং থেকে যাও,
আমার লেপ্টে থাকা কাজলে;
ঘর্মাক্ত নাকের ডগায়, কিংবা কুচকে যাওয়া ললাটে!
তুমি আছো, খুব করে আছো;
এই চিরচেনা আকাশে-বাতাসে
-আর তাহারই সুবাসে!
||২৯ এপ্রিল, ২০২১||
Chotto kintu besh mishty….