You are currently viewing তুমি বরং থেকে যাও – জান্নাতুল ফেরদৌসী

তুমি বরং থেকে যাও – জান্নাতুল ফেরদৌসী

  • Post category:Chapakhana

 

তুমি বরং থেকে যাও

                                    – জান্নাতুল ফেরদৌসী 

 

তুমি আমার ঘুমে থাকো,

স্বপ্নে থাকো;

থাকো আমার তন্দ্রাতে!

 

আছো আমার আনন্দে, 

নিরর্থক অশ্রুতে;

কিংবা রাগে-অভিমানে।

 

তুমি থাকো কল্পলতার শিখরে;

আমার হাতে পরা-

মেহেদীর রক্তাক্ত রঙে!

 

তুমি বরং থেকে যাও,

আমার লেপ্টে থাকা কাজলে;

ঘর্মাক্ত নাকের ডগায়, কিংবা কুচকে যাওয়া ললাটে!

 

 তুমি আছো, খুব করে আছো;

এই চিরচেনা আকাশে-বাতাসে

-আর তাহারই সুবাসে!

||২৯ এপ্রিল, ২০২১||

 

This Post Has One Comment

  1. Afifa

    Chotto kintu besh mishty….

Leave a Reply