ভাবছি বসে, ভাবছি আমি – শারমীম শায়লা শান্তা

গল্প লেখায় অনিচ্ছা নয়,
শেষটা নিয়ে ডরি;
সমাপিকাতে সুখ বিলাতে
দ্বন্দ্বে ভীষণ পরি।
বাস্তব কয়, সুখী কেহ নয়,
সকলই ছদ্মবেশ !
গল্পান্তে তবুও দাবি,
প্রাপ্তিতে হোক শেষ।

মোর যথারীতি,বাস্তব প্রীতি
কলম রুক্ষ তাই;
সস্তা সুখের গল্প লেখার
যোগ্যতাটাই আমার নাই।

This Post Has 4 Comments

  1. Arman

    অনেক সুন্দর

    1. Shaila

      আন্তরিক ধন্যবাদ, ভাইয়া?

  2. মিজানুর রহমান

    আলহামদুলিল্লাহ

  3. মিজানুর রহমান

    আরো বেশি বেশি কবিতা লেখার তাওফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন,

Leave a Reply