You are currently viewing খুব কি অপরাধ হতো? –  নাহিদা সুলতানা ইলা

খুব কি অপরাধ হতো? – নাহিদা সুলতানা ইলা

  • Post category:Chapakhana

 খুব কি অপরাধ হতো?
—নাহিদা সুলতানা ইলা

কখনো কি হয়েছে দেখা
রক্ত জবার নিঃসঙ্গতা?
কখনো কি হয়েছে জানা
তমাল তলে হয় কত সম্পর্কের যবনিকা?

যদি একটিবার বলতে ভালো লাগে
তাহলে কী হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে
তার সমস্ত ক্ষোভ নিয়ে,
পাজর গুলোতে তীব্র আঘাত করে
প্রতিবাদী হয়ে তীব্র হুংকারে বলতো
কেন বললে ভালো লাগে?

খুব কী অপরাধ হতো
যদি তুমি প্রত্তুত্তরে বলতে
শত সহস্রবার বলবো
ভালো লাগে ভালো লাগে ভালো লাগে!

হঠাৎ যদি বলতে,
আমি ভালোবাসি তোমায়
বাহ্যিক সৌন্দর্যে নয়,
আমি ভালোবাসি তোমায়
কাজল টানা চোখ দুটোর মোহে নয়;
আমি ভালোবাসি তোমায়,
তথাকথিত স্মার্টনেসে নয়
আমি ভালোবাসি তোমায়
তুমি যেমন তেমনি এক স্নিগ্ধ আবেগী সত্ত্বায়
তাহলে কেমন হতো সে অনুভূতি?

তমসাময় আমাবস্যার কোনো রাতে,
যদি হঠাৎ জ্যোৎস্না খোঁজে পেতে
তবে কেমন হতো তোমার সে পাওয়া
কখনো কি ভেবেছিলে সে কথা?

যদি বলেই বসতে এইতো পেলাম তাকে!
যে আমার কল্পনায় ছিলো
যে আমার স্বপ্নে আসে
খুব কী অপরাধ হতো
যদি একটিবার বলেই বসতে!
খুব কি অপরাধ হতো?


Leave a Reply