You are currently viewing সারাদেশে শুরু হয়েছে Earth Olympiad প্রতিযোগিতা, চলবে ১৮ মে পর্যন্ত – ‘Bengal News’

সারাদেশে শুরু হয়েছে Earth Olympiad প্রতিযোগিতা, চলবে ১৮ মে পর্যন্ত – ‘Bengal News’

  • Post category:News

সারাদেশে Earth Care Initiative এর উদ্যোগে ৩ মে থেকে শুরু হয়েছে Earth Olympiad প্রতিযোগিতাটি চলবে ১৮ মে পর্যন্ত।

Earth Olympiad এ অংশগ্রহণের প্রক্রিয়া ও নিয়মাবলী:

Earth Care Initiative গ্রুপে ও পেইজে যুক্ত হতে হবে। [গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/364244374867788/?ref=share]

Earth Olympiad এর দু’টা অংশ রয়েছে।

★ পৃথিবীর জন্যে গল্প

★ পরিবেশ সম্পর্কিত কন্টেন্ট রাইটিং

– কেউ চাইলে দু’টা অংশেই অংশগ্রহণ করতে পারবেন।

– একাধিক গল্প কিংবা কন্টেন্ট জমা দেওয়া যাবে। দু’টার জন্যে আলাদা আলাসা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। অবশ্যই গুগল ফর্মে সাবমিট করতে হবে। তবে সাবমিট করার পর “পৃথিবীর জন্যে গল্প” গ্রুপে পোস্ট করা যাবে। কন্টেন্ট পোস্ট করা যাবেনা।

রেজিস্ট্রেশন ফী:

– কোন রেজিস্ট্রেশন ফী নেই। তবে অন্তত ২০ টাকা দিয়ে একটা গাছ কিনে বাগানে বা বারান্দায় লাগানোর অনুরোধ রইলো।

– পেইজের/গ্রুপের প্রতিযোগিতার পোস্টটা আপনার ওয়ালে বা গ্রুপে শেয়ার করে একটি সচেতনতার মূলক ক্যাপশন দিতে হবে। এরপর স্ক্রিনশট নিয়ে Earth Care Initiative গ্রুপে নিজের নাম ও জেলার নাম লিখে পোস্ট করতে হবে৷ (আবশ্যিক)

★পৃথিবীর জন্যে গল্প

আপনি যদি ব্যক্তিগত/সাংগঠনিক ভাবে পরিবেশ বান্ধব কোন কাজ করে থাকেন, বা কাউকে অনুপ্রেরণা যুগিয়ে থাকেন; সে গল্প আমাদের লিখে পাঠান!

– ব্যক্তিগত/সাংগঠনিক পর্যায়ের গল্প জমা দেওয়া যাবে।

– শব্দ সীমা সর্বোচ্চ ৫০০

– একাধিক গল্প জমা দেওয়া যাবে।

– নিজের ও কাজের ছবি দেওয়া যাবে। এক্ষত্রে অবশ্যই নিজের ছবি রিনেম করে নিজের নামে এবং কাজের ছবি নিজের নামের পর ১,২… লিখার অনুরোধ রইলো। (যেমন: রহমান, রহমান ০১, রহমান ০২….)

গল্প জমা দেওয়ার গুগল ফর্ম: https://forms.gle/NwyacZvX2TS1P1tNA

★পরিবেশ বিষয়ক কন্টেন্ট রাইটিং

শর্তাবলী-

– পরিবেশ সম্পর্কিত যে কোন বিষয়ে লেখা যাবে।

– শব্দ সীমা সর্বোচ্চ ৭০০

– নিজের ও কন্টেন সম্পর্কিত ছবি দেওয়া যাবে। এক্ষত্রে অবশ্যই নিজের ছবি রিনেম করে নিজের নামে এবং কন্টেন্ট সম্পর্কিত ছবি নিজের নামের পর, কন্টেন্ট টাইটেল, এর পর ১,২… লিখার অনুরোধ রইলো । (যেমন: রহমান, রহমান – পানি দূষণ -০১, রহমান – পানি দূষণ – ০২….)

– কন্টেন্ট স্বরচিত হওয়া বাঞ্ছনীয়। কপি করলে বাতিল ঘোষণা করা হবে।

– কন্টেন্ট গুলো আমাদের ওয়েবসাইটও অন্যান্য জায়গায় ব্যবহার করা হবে।

– পূর্বে প্রকাশিত কন্টেন্ট জমা দেওয়া যাবে না।

– আমাদের কাছে জমা দেওয়া কন্টেন্ট অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

কন্টেন্ট জমা দেওয়ার গুগল ফর্ম: https://forms.gle/HEfrmUCHK6fSVq9Q9

পুরস্কার:

সেরা ৩জনকে বই ও ই সার্টিফিকেট দেয়া হবে।

এছাড়াও পরিবেশ বিষয়ক একটি লাইভ এবং earth Olympiad এর রেজাল্ট ঘোষনা হবে (২৬ সম্ভব্য) তারিখ

প্রসঙ্গত

Earth Care Initiative সারাদেশে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে। Earth Care Initiative এর প্রোগ্রাম কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিয়া ইবাদত মালিহা। Earth Care Initiative এর প্রোগ্রাম কো অর্ডিনেটর সাদিয়া ইবাদত মালিহা জানান, “পরিবেশের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা পালন করার সময় এখনই। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই প্রয়াস। earth olympiad এ অংশগ্রহণ করে পরিবেশের প্রতি আপনার পালন করা ছোট্ট একটি পদক্ষেপ সবাইকে জানিয়ে পরিবেশের জন্য দায়িত্ব পালনে সবাইকে অনুপ্রাণিত করুন।”

Earth Care Initiative এর অন্যান্য কার্যক্রম সম্পর্কে আরো জানতে ফেইসবুক গ্রুপ ও পেইজ-

গ্রুপ- https://www.facebook.com/groups/364244374867788/

পেইজ- https://www.facebook.com/Earthcareinitiative/

Leave a Reply