You are currently viewing অক্টোবর বিপ্লব

অক্টোবর বিপ্লব

পৃথিবীর ইতিহাসে অক্টোবর বিপ্লব এক ঐতিহাসিক ঘটনা। এই বিপ্লবটি ছিল এক নতুন দর্শনের সূচনা। যুগে যুগে বঞ্চিত, শোষিত শ্রমিক শ্রেণির পুঞ্জীভূত ক্ষোভের উত্থান সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে, প্রতিটি মানুষের সম অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় এই অক্টোবর বা বলশেভিক বিপ্লব।

এই মহান বিপ্লবের নেতৃত্বে ছিলেন কমরেড লেনিন। এই অক্টোবর বিপ্লব ছিল মূলত রাশিয়ান বিপ্লবের ২য় ধাপ। ১ম ধাপটি ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবটি মূলত ১৯১৭ নভেম্বর মাসের ৭ তারিখে সংঘঠিত হলেও, তৎকালীন রাশিয়ান পুরাতন জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত থাকার কারণে বিপ্লবের সময়কাল হয় অক্টোবরের ২৫ তারিখ।

এই বিপ্লবের পিছনে অনেকগুলো কারণ চিহ্নিত করা যায়

  • ১। প্রথম কারণ হিসেবে ধরা যায় রাশিয়ার সামগ্রিক অর্থনীতির বেহাল দশা। ১৯১৭ সালের দিকে রাশিয়ার মোট উৎপাদন প্রায় ৩৫-৪০ শতাংশ কমে যায়।
  • ২। দেশে বেকারত্বের হার বৃদ্ধি।
  • ৩। ১৯১৩ সালের তুলনায় ১৯১৭ সালে এসে শ্রমিকদের বেতন প্রায় ৫০ শতাংশ কমে যায়।
  • ৪। রাশিয়ার মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৫০ বিলিয়ন রুবল।
  • ৫। শ্রমিক এবং কৃষকদের দৈন্য চরম অবস্থায় পৌঁছয়, অধিকাংশ প্রান্তিক কৃষক ভূমির মালিকদের দ্বারা নির্যাতিত হন।
  • ৬। সর্বোপরি, মেহনতি মানুষের মুক্তির আহ্বান নিয়ে তৎকালীন ইউরোপে এক নতুন দর্শন জাগরণের সৃষ্টি করেছিল, যার নাম ছিল মার্কসবাদ।

ঘটনাপ্রবাহ

১০ অক্টোবর লেনিনের নেতৃত্বাধীন বলশেভিকদের কেন্দ্রীয় কমিটিতে অস্থায়ী সরকারের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা গৃহীত হয়।

২৩ অক্টোবর বলশেভিক নেতা জ্যান আনভেল্টের নেতৃত্বে বামপন্থী বিপ্লবীরা এস্তোনিয়ার রাজধানীতে বিক্ষোভ শুরু করে। তার দু’ দিন পরে ২৫ অক্টোবর লেনিনের নেতৃত্বে বিপ্লবী রেড গার্ডস পেত্রোগার্দে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) বিক্ষোভ শুরু করে। ঠিক ৯টা ৪৫ মিনিটে যুদ্ধজাহাজ অরোরা থেকে একটা ফাঁকা শেল নিক্ষেপের মধ্য দিয়ে বিপ্লবের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মাধ্যমে তারা পেত্রোগার্দের গুরুত্বপূর্ণ অফিসগুলির দখল নিয়ে ফেলে এবং উইন্টার প্যালেসের দিকে (অস্থায়ী সরকারের প্রধান দফতর) অগ্রসর হয়। খুব কম সময়ে প্যালেসের পতন হয়। বিপ্লবীদের জয় হয়। প্রতিষ্ঠিত হয় শ্রমিকদের শাসন। প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র। এর পর এগিয়ে যেতে থাকে সোভিয়েত ইউনিয়ন, ক্রমেই হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি। সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব সর্বাংশে সফল কিনা তা অনেক বিতর্ক আছে। কিন্তু এই বিপ্লব যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন যত দিন মেহনতি মানুষের সংগ্রাম থাকবে, তত দিন বেঁচে থাকবে তাদের মস্তিষ্কে।

সূত্র: somewhereinblog.net

Leave a Reply