You are currently viewing গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

১।  ইলিশ উৎপাদনে বাংলাদেশ – শীর্ষ 

শান্তিরক্ষী মিশনে সৈন প্ররণে বাংলাদেশ- শীর্ষ

পাট রপ্তানিতে –শীর্ষ

.

২।তৈরি পোশাক রপ্তানিতে -২য় 

পাট উৎপাদনে বাংলাদেশ -২য় 

.

৩। জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় – তৃতীয়

ধান উৎপাদনে – তৃতীয়। 

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -তৃতীয়

মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি 

..

৪।জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশ – চতুর্থ

আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে – চতুর্থ।

ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী হয়-৪বার

জিআই পণ্য -৪ টি ( ইলিশ , জামদানি , খিরসাপাত আম, মসলিন )

সংবিধানের মূলনীতি -৪ টি 

.

৫। প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে -৮ম 

ওয়ানডে ক্রিকেট র্যাব ংকিং  এ -৭ম 

.

৬। স্যাটেলাইট উৎক্ষপনে -৫৭তম 

পারমানবিক ক্লাবে -৩২তম 

করোনা টিকা ৫৪ তম

৭। পদ্মা সেতুর দৈর্ঘ-৬.১৫ কি.মি, প্রস্থ- ১৮ মিটার 

মেট্রোরেলের দৈর্ঘ -২০.১ কিমি

বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ -৩.৪ কিমি

বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ – ১১.৮৭ কিমি । স্টেশন সংখ্যা -১৬টি । 

.

৮। কমনওয়েলথের ৩৪ তম সদস্য এবং 

ইসলামী সম্মেলন সংস্থার ৩২ তম সদস্য । 

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । 

বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯তম বাংলায় ভাষণ দেন

বঙ্গবন্ধু ন্যামের ৪র্থ অধিবেশনে ( ১৯৭৩, আলজিয়ার্স)   অংশগ্রহণ করেন 

.

৯। মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করা হয় – ৩০ অক্টোবর ,২০১৭

বাংলাদেশ স্বল্পোনত দেশ থেকে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট অর্জনের স্বীকৃতি পায় ১৬ মার্চ ২০১৮ । বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে -২০২৬ সালে, ২০২৪ সালে হওয়ার কথা ছিলো। সুবিধা পাবে ২০২৭ পর্যন্ত । 

বিশ্বব্যাংক বাংলাদেশকে মধ্যমে আয়ের দেশের স্বীকৃতি দেয়, ২০১৫ সালের  ১ জুলাই । 

বিশ্বব্যাকের মতে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির?

=৪১তম দেশ(২০৩৫ সালে হবে ২৫তম)

বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপন করা হয় – ১২ মে ২০১৮

পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন – ১২ ডিসেম্বর ,২০১৫ 

প্রথম পিলার স্থাপন -৩০ সেপ্টম্বর ,২০১৭( ৩৭ ও৩৮)

পদ্মা সেতুর সর্বশেষ পিলার স্থাপন ১০ ডিসেম্বর,২০২০(১২ ও ১৩) 

 গভীর সমুদ্রবন্দর পায়রা বন্দর চালু হয় – ২০১৬ ( ভিত্তি ২০১৩) । ৬০০০ একর জমি ।রামনাবাদ চ্যানেলে:   কলাপাড়া , পটুয়াখালি । 

১০। পদ্মা সেতুর পিলার-৪২টি 

পদ্মা সেতুর স্প্যান -৪১টি 

পদ্মা সেতুর সাথে সরাসরি জড়িত -৩ জেলা

পদ্মা সেতু ঢাকার সাথে যুক্ত করবে -২১ জেলা 

পদ্মা সেতু ঢাকার সাথে যুক্ত করবে উপকূলীয় -১৯টি জেলা

.

১১। ::বাংলাদেশ::

মানব উন্নয়ন সূচক- ১৩৩ তম

মানবসম্পদ সূচক- ১২৩ তম

মেধাসম্পদ সূচক- ১২৪ তম

ই-গভর্নমেন্ট সূচক – ১১৯ তম 

টেকসই উন্নয়ন সূচক – ১০৯

বৈশ্বিক শান্তি সূচক – ৯৭ তম

.

১২। ১ম বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা- ২০১০-২০২১ 

২য় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা- ২০২১-২০৪১

৮ম পঞ্চ বার্ষিক পরিকল্পনা – ২০২১-২০১৫ 

এসডিজির সময় কাল – ২০১৬-২০৩০

মুজিব বর্ষ- ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর । 

বদ্বীপ পরিকল্পনার মেয়াদ ১০০ বছর ।  প্রকল্প ৮০টি । 

ভিশন-২০২১ এর লক্ষমাত্রা ছিল – ২২টি ।

এসডিজির লক্ষমাত্রা – ১৭টি । সুনিদিষ্ট লক্ষ্য -১৬৯টি। 

১৩। বদ্বীপ – পরিকল্পনা ২১০০” প্রণয়ন করেছে– পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।

“বদ্বীপ পরিকল্পনা” প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে– নেদারল্যান্ডস।

“বদ্বীপ পরিকল্পনা” এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য– ০৩ টি ( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন)।

বদ্বীপ পরিকল্পনা” এর মেয়াদ– ১০০ বছর।ডেল্টা প্ল্যান-২১০০” এর অধীন ২০৩০ সালের মধ্যে ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে?

.

১৪। একনজরে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা******

★ মেয়াদকাল : ২০২১-২০২৫

★ প্রতিপাদ্য : “সকলের সাথে সমৃদ্ধির পথে”।

★ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা : ১ কোটি ১৩ লাখ

★ দারিদ্র্যের হার নেমে আসবে : ১৫.৬% এ

★ জিডিপি প্রবৃদ্ধি উন্নীত হবে : ৮.৫১% এ

★ রাজস্ব আদায়ের হার উন্নীত হবে জিডিপির ১৪% এ

★ মোট বিনিয়োগ উন্নীত হবে জিডিপির ৩৭% এ

অর্থনৈতিক সমীক্ষা ২০২০——

৪১ তম বিসিএসে কিছু মার্কস কমন পেতে পারেন।

তাই এক নজর দেখে নিন।

০১। মোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন (২০১৯)

০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%

০৩। জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন

০৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২

০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন

০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৪.৯ জন

০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন

০৮। গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.২)

০৯। ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক। 

১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৪.৪% (পুরুষ ৭৬.৫,মহিলা ৭২.৩ শতাংশ)

১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%

১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.২৪%

১৩। মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ১৯৭০ ডলার।

১৪। মোট ব্যাংক ৬০ টি

১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি

১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি

১৭। বেসরকারি ব্যাংক ৪২ টি

১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি

১৯। মুদ্রাস্ফীতি ৫.৬৫%

২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র

২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে

২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে

২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্ন ৯ম

২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি ৪০.৬ %,ইন্ডাস্ট্রি ২০.৪%,সেবা খাতে ৩৯%)

২৫।সুপেয় পানি পান ৯৮.১%

২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮১.৫%

২৭।সর্বমোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন (২০১৯ হিসেবে),২০১১ হিসেবে ১৫১.৭ মিলিয়ন।

২৮।বৈদেশিক মুদ্রা আয় ৩২.৮৩০ মিলিয়ন ডলার (২০১৯-২০২০)

অর্থনৈতিক সমীক্ষা -২০২০ অনুসারে দেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদানঃ

কৃষি- ১৩.৩৫%

শিল্প- ৩৫.৩৬% 

সেবা- ৫১.৩০% 

|| অর্থনৈতিক সমীক্ষা -২০২০ অনুসারে দেশের মোট শ্রমশক্তির শতকরা হারঃ

কৃষি – ৪০.৬% 

শিল্প – ২০.৪% 

সেবা- ৩৯%

১৫। প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ’মাদার অব হিউম্যানিটি’ উপাধি দেয়- চ্যানেল ফোর 

শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি দেয় –   Global Alliance for Vaccination and Immunization

প্রধানমন্ত্রী পদাধিকারবলে প্রধান: 

১। ECNEC 

২। NEC 

৩। NICAR 

৪। BEPZA 

৫। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড

৬। জাতীয় পরিবেশ কমিটি 

৭।রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি 

৮।জাতীয় পর্যটন পরিষদ 

৯।জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ।

১০। পরিকল্পনা কমিশন 

///

অধীন: 

স্থলবন্দর অধীন- নৌ পরিবহন মন্ত্রাণালয়

ট্যারিফ কমিশন অধীন – বাণিজ্য মন্ত্রাণালয়ের 

শেয়ার বাজার অধীন – সিকিউরিটিজ এক্সচেন্জ কোং লি.

Sparrso – অধীন – প্রতিরক্ষা মন্ত্রালয়ের 

সাবমেরিন ক্যাবল অধীন – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের

বঙ্গবন্ধু – ১ স্যাটেলাইট অধীন- তথ্য ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল – প্রধানমন্ত্রীর কার্যালয় 

পায়রা বন্দর – পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা 

ফায়ার সার্ভিস – স্বরাষ্ট্র মন্ত্রাণালয় 

কর্ণফুলী টানেল – সেতু কর্তৃপক্ষ

।।।

বাজেট তৈরি করে- অর্থমন্ত্রাণালয়

বদ্বীপ -2100 পরিকল্পনা ঘোষণা -NEC

ADP, PRSP, পন্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়ন – পরিকল্পনা কমিশন

পরিকল্পনা কমিশনের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সীমা -১৫-২০বছর

পরিকল্পনা কমিশনের মধ্য মেয়াদী পরিকল্পনা সীমা -৫ বছর 

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর উৎস – সচিবালয়

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠিত হয় -২০১০ 

///

মেয়াদ : 

রাষ্ট্রপতি – ২ টার্ম

প্রধান নির্বাচন কমিশনার – ৫ বছর 

গভর্নরের মেয়াদ – ৪ বছর 

প্রধান বিচার পতি / -৬৭ বছর পর্যন্ত । 

পিএসসির চেয়ারম্যান -৬৫ বছর পর্যন্ত । 

এ্যার্টনি জেনারেল – রাষ্ট্রপতি যত দিন ইচ্ছা রাখতে পারেন ।

১৬। ০১|”অসমাপ্ত আত্মজীবনী”_____

→ইংরেজি সংস্করণ:Unfinished Memoirs

→প্রথম প্রকাশ: জুন ২০১২ সালে

→রচনাকাল:১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায়

→বইটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা তুলে ধরেন

→প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়

→অনূদিত: ১৩টি ভাষায়

→১ম অনূদিত হয় ইংরেজিতে(১৮ জুন ২০১২) এবং সর্বশেষ ইতালিতে

→প্রকাশক:মহিউদ্দিন আহমেদ

→প্রচ্ছদ: সমর মজুমদার

→পৃষ্ঠা: ৩২৯টি

→ধরন:আত্মজীবনীমূলক গ্রন্থ

০২| “কারাগারের রোজনামচা”_____

→ইংরেজি সংস্করণ:Prison Diaries

→প্রথম প্রকাশ:মার্চ ২০১৭(বাংলা ফাল্গুন ১৪২৩)

→ভূমিকা লেখেন:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

→নামকরণ করেন:শেখ রেহেনা

→ঘটনাবলি:১৯৬৬-৬৮ সালের কারাস্মৃতি

→অনুদিত :3টি ভাষায় 

→১ম অনূদিত ইংরেজি ভাষায়( মার্চ ২০১৭) অনুবাদক ড.ফকরুল আলম

→২য় অনূদিত অসমিয়া(মোড়ক উন্মোচন ১৯ জুলাই ২০১৯) অনুবাদক সৌমেন ভারতীয়া

৩য় নেপালি ভাষায় । 

→প্রকাশক:মোবারক হোসেন

→অর্থায়ন:সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (অর্থবছর ২০১৬/১৭)

→পৃষ্ঠা: ৩৩২

০৩| “নয়া চীন ভ্রমণ”_____

→প্রকাশিত ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়

→বইটি প্রকাশ করেছে “বাংলা একাডেমি”

→বাংলা ও ইংরেজি ভাষায় এক সাথে প্রকাশিত 

→বইটির সম্পপাদনার দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান

→ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

→ঘটনা: ১৯৫২-৫৭ সালের দুবার চীন সফরের অভিজ্ঞতার কথা

→নামকরণ: বঙ্গবন্ধু নিজেই ডায়রিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে “নয়া চীন ভ্রমণ” নামকরণ করেন।

→৩টি বইয়েরই ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল_আলম

.

১৬ । মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন -২০২০

কততম নির্বাচন  – ৫৯

প্রেসিডেন্ট – ৪৬তম 

মোট ইলেক্টরাল কলেজ ৫৩৮ টি। 

মোট সিনেট-১০০ টি 

নির্বাচন – ৩ নভেম্বর, ২০২০ । ক্ষমতা গ্রহণ ২০ জানুয়ারি, ২০২১ 

জয়ী – জো বাইডেন 

প্রাপ্ত আসন – ৩০৬টি 

শতকরা ভোট- ৫১.১% 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনী “Promises to Keep”

ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিসের আত্মজীবনী -The Truths We Hold

.

১৮। বৃক্সিটের জন্য গণভোট হয় – ২৩ জুন , ২০১৬ 

বৃক্সিট কার্যকর হয় – ৩১  জানুয়ারি , ২০২১ । 

.

১৯। COP-25 হয়েছে – মাদ্রিদ , স্পেন

COP-26 হবে – গ্লাসগো, স্কটল্যান্ড 

২০। ৩২তম অলিম্পিক গেমস – হবে টোকিও, জাপান , ২০২১ 

২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে . কাতার ২০২২

২১।. সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয় -১৯৪৮

সার্বজনীন মানবাধিকারের চুক্তি করা হয় -১৯৬৬

.

২২। জাতীয় বীমা দিবস   – ১ মার্চ 

জাতীয়  ভোটার   দিবস-২ মার্চ 

জাতীয় পাট দিবস – ৬মার্চ 

ঐতিহাসিক দিবস – ৭ মার্চ 

মুক্তিযোদ্ধা দিবস—১ ডিসেম্বর। 

বিশ্ব এইডস দিবস—১ ডিসেম্বর।

ডিজিটাল দিবস – ১২ ডিসেম্বর 

.

২৩। গ্যাস ক্ষেত্র- প্রচলিত তথ্য -২৭টি । ( বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের ওয়েবে ২৬ টি , উৎপাদনরত ২০ টি 

নদী বন্দর- 35 টি

স্থলবন্দর-24 টি

সমুদ্র বন্দর-03 টি

চিনিকল -১৫টি ( ৬ টি বন্ধ )

গভীর সমুদ্র বন্দর -১ টি

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা -১টি 

মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা -১৪৪টি 

সিটি কর্পোরেশন -১২ টি 

উপজেলা-৪৯২টি

থানা ৬৫২ টি

পৌরসভা – ৩২৯টি

ইউনিয়ন পরিষদের সংখ্যা – প্রচলিত তথ্য – ৪৫৭১টি। ৪৫৫৪টি ( জাতীয় তথ্য বাতায়ন )

নিবন্ধিত রাজনৈতিক দল – কার্যকর আছে ৩৯টি। মোট নিবন্ধন-  ৪৪টি ( নি ক এর ওয়েবসাইট)

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের প্রতীক -৬৪টি

২৪। OIC members= 57

EU members = 27

Commonwealth members =54

NATO members =30

Interpol members =194

UNESCO members =193

OPEC – 13

NAM-120

IMF-190

WB-189

WTO-164

NDB-5

AIIB-

.

২৫। মিয়ানমার স্বাধীনতা লাভ করে – ১৯৪৮ 

রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়- ১৯৮২ সালে

সম্প্রতি রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে – ২৫ আগস্ট, ২০১৭ । 

মিয়ানমারের বিপক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয় ১১ নভেম্বর ,২০১৯ ।

.

২৬। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের হুবেই প্রদেশের উহান নগরী থেকে ৩১ ডিসেম্বর , ২০১৯ 

বাংলাদেশে করোনায় ১ম আক্রান্ত শনাক্ত হয় – ৮ মার্চ, ২০২০

বাংলাদেশ করোনায় ১ম  মৃত্যু হয় –  ১৮, মার্চ । 

.

২৭। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি হয় – ১৯৭২ সালের ১৯ মার্চ 

বাংলাদেশ ভারত স্থল  সীমান্ত চুক্তি হয় – ১৯৭৪ সালের ১৬ মে। 

গঙ্গার পানি চুক্তি করা হয় –  ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর । 

ছিটমহল বিনিময় কার্যকর হয় ২০১৫ সালের ৫১টি । 

.

২৮। . G 20 ভুক্ত সদস্য দেশ কয়টি ? — ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। 

ইউরো মুদ্রা ব্যবহার কারে—১৯ টি দেশ।

.

.

২৯। . UNESCO সুন্দরবন কে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়—১৯৯৭ সালে। 

হংকং চীনের সাথে একীভূত হয়–১৯৯৭ সালে।

পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭।

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ = ১৯৯৭ 

 UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়—১৯৯৯ সালে। 

মেকাও চীনের সাথে একীভূত হয়–১৯৯৯সালে

.

৩০।  বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চ । 

জাতীয় শিশু দিবস — ১৭ মার্চ

বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে – UNESCO.

নাম : “International Prize in the Field of Creative Economy”.

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক উদ্বোধন হয়েছে। নাম – “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট”।

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩% জিডিপি বৃদ্ধি পাবে।

UNDP, UNFPA ও UNOPS – এর নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

৩১।  খাঁটি বাংলা উপসর্গ –২১ টি৷

২১দফার প্রথম দফা–রাষ্ট্র ভাষা বাংলা চাই।

১৯৬৯ এর গণ অভ্যুত্থানে ছাত্রদের দফা ছিল – ১১টি 

বাঙালির মুক্তির সনদ – ৬ দফা । 

.

৩২।  বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ – চীন

ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ – চীন

.

৩৩।  তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে ৷

ছয় দফা ১৯৬৬ সালে 

.

৩৪।  কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷

জসীম উদ্দীনের মৃত্যু–১৯৭৬সালে 

.

৩৫।  সুফিয়া কামালের জন্ম–১৯১১সালে ৷

মীর মশাররফ হোসেনের মৃত্যু–১৯১১সালে ৷

৩৬। CTBT অনুমোদন কারী দেশ –১৬৬, 

বাংলাদেশে চা বাগান আছে-১৬৭টি ( চা বোর্ডের তথ্যানুযায়ী ) 

.

৩৭। প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়–২২ এপ্রিল ২০১৬, 

প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে –২২এপ্রিল,২০১৬

৩৮। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ—চীন, 

স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ—চীন ,

বিশ্বের শীর্ষ কার্বন নিসরনকারী দেশ—চীন

জাতীয় পরিচয় পত্রের একক আইডিতে নাগরিকের জীবনের ২২ টি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে”

বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮। 

৩৯।  বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার— ২৬টি ।

বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র — ২৭টি ( প্রচলিত তথ্য) 

.

৪০। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – যুক্তরাষ্ট্রে 

বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে – চীন থেকে 

বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে- যুক্তরাষ্ট্র 

প্রথম দেশ হিসেবে ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement – PTA) করতে যাচ্ছে বাংলাদেশ।

.

৪১। মুদ্রা সমাচার : 

➺ চীনের মুদ্রার নাম  – ইউয়ান।

➺ জাপান মুদ্রার নাম   – ইয়েন।

➺ উত্তর কোরিয়া মুদ্রার নাম   – ওয়ান।

➺ দক্ষিন কোরিয়া মুদ্রার নাম   – ওন।

➺ আর্জেন্টিনা  মুদ্রার নাম   – পেসো।

➺ চিলি  মুদ্রার নাম   – পেসো।

➺ কিউবা মুদ্রার নাম    – পেসো

➺ পাকিস্তান – রুপী।

➺ ভারত – রুপী।

➺ শ্রীলংকা – রুপী।

➺ নেপাল – রুপী।

➺মরিসাস – রুপী।

➺সুইজারল্যান্ড – ফ্রাংক।

➺ দক্ষিন আফ্রিকা – র্যা ন্ড।

➺ ভুটান – গুলট্রাম।

➺ মায়ানমার – কিয়াট।

➺ইসরাইল – শেকেল।

➺মালয়েশিয়া – রিংগিট।

রাশিয়া – রুবল।

Leave a Reply