You are currently viewing টককথা- তুহিন আফসারী

টককথা- তুহিন আফসারী

  • Post category:Chapakhana

টককথা

– তুহিন আফসারী

 

হরদম টককথা

বেড়ে গেছে অম্বল,

অম্বলে কেড়ে নেবে

ঘটি বাটি সম্বল।।

 

সারাক্ষণ ভয়ে থাকো

এই বুঝি ধরারে,

ভয়ে থেকে, ভয় গড়ো

বুঝি মোরা সবই রে।।

 

মাথা আজ ঠিক নেই

করে নাতো কোন কাজ,

কি যে করো কি যে বলো

সবই খালি বাকোয়াজ।

 

অবিরাম অকথ্য

শব্দের ব্যবহার,

কিম্ভুত কদাকার

অযাচিত আবদার।

 

চেহারাটা বিদঘুটে

যেন চোরাকারবার,

তোমাতে তো তুমি নেই

জ্বলে পুড়ে ছারখার।।

 

Leave a Reply