You are currently viewing বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালি ও সেরা ২০ বাংলা গান

বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালি ও সেরা ২০ বাংলা গান

 

⬛⬛ বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালি ও সেরা ২০ বাংলা গান–

 

#সর্বকালের_সর্বশ্রেষ্ঠ_বাঙালিগণঃ (শীর্ষ ২০ জন)

০১.  শেখ মুজিবুর রহমান।

০২.  রবীন্দ্রনাথ ঠাকুর।

০৩.  কাজী নজরুল ইসলাম।

০৪.  এ কে ফজলুল হক।

০৫.  সুভাষচন্দ্র বসু।

০৬.  বেগম রোকেয়া।

০৭.  জগদীশ চন্দ্র বসু।

০৮.  আবদুল হামিদ খান ভাসানী।

০৯.  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১০.  রাজা রামমোহন রায়।

১১.  সৈয়দ মীর নিসার আলী।

১২.  লালন শাহ্‌।

১৩.  সত্যজিৎ রায়।

১৪.  অমর্ত্য সেন।

১৫.  ভাষা আন্দোলনে শহীদ।

১৬.  মুহম্মদ শহীদুল্লাহ।

১৭.  স্বামী বিবেকানন্দ।

১৮.  অতীশ দীপঙ্কর।

১৯.  জিয়াউর রহমান।

২০.  হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী।

 

#সেরা_বাংলা_গানঃ (সেরা ২০টি গান)

০১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনাঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

০২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পীঃ ভূপেন হাজারিকা;  বাংলা রূপান্তরঃ গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। 

০৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিঃ আ. গাফফার চৌধুরী;  সুরঃ  আলতাফ মাহমুদ।

০৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর : (মান্না দে) গীতিঃ গৌরীপ্রসন্ন মজুমদার;  সুরঃ সুপর্ণকান্তি ঘোষ।

০৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুর – আপেল মাহমুদ;  গীতিকার – গোবিন্দ হালদার।

০৬. আমি বাংলায় গান গাই : (মাহমুদুজ্জামান বাবু) কথা ও সুর – প্রতুল মুখোপাধ্যায়।

০৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : (আপেল মাহমুদ)  গীতিকার – গোবিন্দ হালদার; সুরকার – আপেল মাহমুদ।

০৮. তুমি আজ কতদূরে : (জগন্ময় মিত্র);  গীতিকার – প্রণব রায়;  সুরকার – সুবল দাসগুপ্ত।

০৯. এক নদী রক্ত পেরিয়ে : (শাহনাজ রহমতুল্লাহ);  গীতিকার ও সুরকার – খান আতাউর রহমান।

১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার – দ্বিজেন্দ্রলাল রায়।

১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : (হেমন্ত মুখোপাধ্যায়); গীতিকার – গৌরীপ্রসন্ন মজুমদার।

১২. সালাম সালাম হাজার সালাম: (মু. আ. জব্বার);  গীতিকার – ফজলে খুদা।

১৩. জয় বাংলা বাংলার জয় : গীতি- মাজহারুল আনোয়ার; সুর- আনোয়ার পারভেজ।

১৪. খাঁচার ভিতর অচিন পাখি : (ফরিদা পারভিন);  রচনা – লালন শাহ।

১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: 

(শাহনাজ রহমতুল্লাহ); গীতি- মাজহারুল আনোয়ার; সুর- আনোয়ার পারভেজ।

১৬. কারার ওই লৌহকপাট : (কাজী নজরুল ইসলাম)।

১৭. এই পদ্মা এই মেঘনা : (ফরিদা পারভীন);  গীতিকার ও সুরকার – আবু জাফর।

১৮. চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধ গগণে : (কাজী নজরুল ইসলাম)।

১৯. একতারা তুই দেশের কথা : (শাহনাজ রহমতুল্লাহ); সুর- আনোয়ার পারভেজ; গীত- গাজী মাজহারুল আনোয়ার।

২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: (মুহম্মদ আবদুল জব্বার)।

 

♦জেনে রাখা ভালঃ 

(i) ভাষা শহীদগণ বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিগণের তালিকায় ১৫ তম অবস্থানে। 

(ii) ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার,  আবদুস সালাম , রফিকউদ্দিন আহমদ,  শফিউর রহমান ও গাজীউল হক ২০০০ সালে একুশে পদক লাভ করেন। 

(iii) দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড ২০০১ সালে একুশে পদক লাভ করেন। 

iv) সেরা ২০ গানের-

    ৪টি শাহনাজ রহমতুল্লাহর,

    ২টি আব্দুল জব্বারের,

    ২টি কাজী নজরুল ইসলামের।।

 

Leave a Reply