You are currently viewing জীবন সুর – Ahsanul Kabir Dollar

জীবন সুর – Ahsanul Kabir Dollar

  • Post category:Chapakhana

 

জীবন সুর

Ahsanul Kabir Dollar

 

 

মোহনীয় সুর তুলবো রঙিন ঠোঁটে।

তাই কোন একদিন

সময়ের অসময়ে

বাশীঁ হাতে নিরুদ্দেশ।

 

এই জাগানিয়া চোখ,

চষা ক্ষেত, সবুজ কবিতা বোনার ভরা মৌসুম,

এনে দিয়েছে সময় ধরে,

উষ্ণ আলিঙ্গন আবেশ।

 

ঝরাপাতার ভরতনট্যম,

রুপ ও ফুল বসন্তের

অঝর টুপটাপ বৃষ্টির দহন,

সময় চষেছে রুপভূমি অশেষ।

 

ছন্নছাড়া বাতাস অবিরাম ক্লান্তিহীন।

চুলে চুলে বিলি কাটে,

নি:শ্বাস শুন্য সময়ে, রক্তক্ষরনে,

রেখে গেছে চষাজমি গরলে

জীবন এক মহাদেশ।

 

Leave a Reply