You are currently viewing ভবিতব্য – ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন

ভবিতব্য – ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন

  • Post category:Chapakhana

 

ভবিতব্য

– ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন

 

কাল যদি না থাকি এ ভবে

যদি আজ শেষ দিন হয় তবে,

নিদ আহ্ববানে যদি বিভোর হয়ে

সাড়া না দিই লাল সূর্যের ডাকে,

খুব কী অভাব হবে ধরার বুকে!

খোঁজাখুঁজি পড়বে কী সরবে!

(হা হা হা)

 

পড়বে, অবশ্যই খোঁজ পড়বে

শূন্য স্থান দখলের তরে,

মোসাহেবদের দল ভারী হবে

ঘাটতি,ভুল ভ্রান্তির খাতা সাজবে

হাসির রেখা সৌর দীপ্য হবে

নিভৃত আশার সফল প্রত্যাশে!

(হা হা হা)

 

বেশ ভালো হবে

কারো স্বপ্ন আলো দেখবে

স্বার্থপরতার জয় হবে

চাটুকারদের চোখে চমক জাগবে

দায়িত্বভারমুক্ত করা অভিজ্ঞ জনে

কৃতিত্ব প্রদর্শনে ভারমুক্ত হবে!

(হা হা হা)

 

সম্মানিত স্বার্থান্বেষীদের কাজ কমবে

তারল্য নির্গমনের নব পথ সাজবে,

কপালের বক্ররেখা মসৃণতা পাবে

কণ্ঠস্বরের কম্পন উচ্চমাত্রা সাধবে,

লোভের আগমন সার্থক হবে

ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হবেই হবে!

(হা হা হা)

 

আপন শিক্ষাংগনের কদাকার রূপে

হতবাক, নির্বাক হই পদে পদে

কর্তৃপক্ষ এর লেবাসে স্বার্থান্বেষী সকলে!

অযাচিত কর্তৃত্ব মুখোশের আড়ালে

ব্যতিব্যস্ত স্বজনকে যোগ্য প্রমাণে

কূটনৈতিক পরিকল্পনা সর্বপ্রধানের অগোচরে!

 

লিখেছেন,

প্রধান শিক্ষক,

দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়,

বাকলিয়া, চট্টগ্রাম।

 

(এই প্রবন্ধের মতামত লেখকের নিজস্ব এবং আমাদের নীতিকে প্রতিফলিত করে না।)

 

Leave a Reply