You are currently viewing করোনাকালীন পাঠদান – সৈয়দা শাহিনুর পারভীন

করোনাকালীন পাঠদান – সৈয়দা শাহিনুর পারভীন

  • Post category:Chapakhana

 

দিনটি ছিল ২০২০ সালের ১৭ই মার্চ। দিনটি অতি স্মরণীয়। কেননা এই দিনটিতে হঠাৎ করেই নীরব নিস্তব্ধ হয়ে  গেল । মাঠ – ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় গুলো। ছোট একটি অণুজীবের কাছে আমরা থমকে গেলাম। অথচ এর আগে আমরা কখনো কেউ ভাবিনি এমন একটা মহামারির শিকারে  আমরা পড়ব। অবশ্য করোনা ভাইরাস আমাদেরকে কিছুটা পিছিয়ে দিলেও পরক্ষণে আমরা আরাও ১০ গুণ সামনের দিকে এগিয়ে গিয়েছি।আমরা শিখে নিয়েছি প্রতিকূল  অবস্থায় কিভাবে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হয়। জেনেছি কোয়ারেন্টিন, আইসোলেশন এবং লকডাউন ব্যাপারগুলো সম্পর্কে।।

ভার্চুয়াল ক্লাস কি তখনও জানতাম না। করোনা আমাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে অনলাইন পাঠদান, গুগোল ক্লাসরুম, গুগোল ফরমের মাধ্যমে পরীক্ষা নেওয়া, জুম মিটিং, ভিডিও কনফারেন্স ইত্যাদি্র সাথে। সত্যিই এখন অবাক লাগে এইতো সেদিন প্রতিদিনের ন্যায় স্কুলে যেতাম, যথা নিয়মে ক্লাস নিতাম। আর এখন ঘরে বসেই বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস নিচ্ছি।পরিচয় হয়েছে বিভিন্ন জেলার স্যার, ম্যাডাম ও প্রিয় ছাত্র- ছাত্রীদের সাথে।অনেকে যারা বিদেশে অবস্থান করছেন তারাও কমেন্টে বা ফোনে জানাচ্ছেন, “আপনার ক্লাস দেখছি”। তাদের অনুভূতিগুলো  লিখছে বা বলছে, ভালোই লাগছে।শুধু তাই নয়; ভার্চুয়াল কবিতার আসর , বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে মিটিং করা ইত্যাদি এখন নিত্যদিনের ঘটনা। সময়ের সাথে সাথে এ প্রজন্মের শিক্ষার্থীরাও অভ্যস্ত হয়ে পড়েছে ভার্চুয়াল জগতের সাথে। শিক্ষার্থীরা এখন অনলাইনের মাধ্যমে বির্তক প্রতিযোগিতা, কবিতা, গান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অনায়াসে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে জুমে ভাব বিনিময় করছে এবং যে যার দেশের কালচার শেয়ার করছে।সত্যিই সময়ের সাথে সাথে আমরা এক নতুন দিগন্তে পাড়ি দিয়েছি।

 

লিখেছেন,

সৈয়দা শাহিনুর পারভীন

সিনিয়র সহকারি শিক্ষক

হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়

বাকলিয়া,চট্টগ্রাম।

 

Leave a Reply