You are currently viewing প্রাইমারী প্রস্তুতি সহায়ক ২৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রাইমারী প্রস্তুতি সহায়ক ২৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. পল্লী উন্নয়ন একাডেমি ( RDA) অবস্থিত → বগুড়া

২. গোবি মরুভূমি অবস্থিত → এশিয়া

৩. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম → বরিশাল

৪. তিতাস উপজেলা অবস্থিত → কুমিল্লা

৫. ADB এর সদর দপ্তর → ম্যানিলায়

৬. নেদারল্যান্ডের মুদ্রার নাম → গিল্ডার / ইউরো

৭. মালয়েশিয়ার মুদ্রার নাম → রিংগিট

৮. মায়ানমারের মুদ্রার নাম → কিয়াট

৯. OIC এর বর্তমান নাম → Organization of Islamic Cooperation (প্রতিষ্ঠিত : ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে)

১০. ঢাকা বাংলার রাজধানী হয় → ১৬১০

১১. কোন দেশের সংবিধান অলিখিত → ব্রিটেন

১২. সিডর শব্দের অর্থ → চোখ

১৩. UNESCO সদর দপ্তর → প্যারিসে

১৪. বাংলাদেশের ‘ কৃষি দিবস ‘ → পহেলা অগ্রহায়ণ

১৫. বিশ্ব শিক্ষক দিবস → ৫ অক্টোবর

১৬. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি → সৈয়দ মঈনুল হোসেন

১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি → হামিদুর রহমান

১৮. মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল → ৬৪টি

১৯. ঢাকা সেক্টর ছিল → ২ নং

২০. মেহেরপুর / মুজিবনগর সেক্টর → ৮

২১. অভ্যন্তরীন নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর → ১০

২২. কম্পিউটারের মস্তিষ্ক → CPU

২৩. বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ → ১৯৭৪ সালে

২৪. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ → ভোলা

২৫. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস → প্রাকৃতিক গ্যাস

২৬. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত → তুরস্ক

২৭. টোপর হলো → দেশী শব্দ

২৮. দেশি শব্দ → টোপর, কুলা, ঢেঁকি, কুঁড়ি, ডাব, পেট

২৯. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে → সমানাধিকরণ বহুব্রীহি

৩০. পকেট মার → বহুব্রীহি সমাস

৩১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট → সাধু ভাষা

৩২. সারাংশের মূল উদ্দেশ্য → অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

৩৩. মহাকীর্তি = মহতী যে কীর্তি

৩৪. হৃদয়াবেগ প্রকাশ করতে হয় → বিস্ময় চিহ্ন দিয়ে

৩৫. বাক্যে সেমিকোলন ( থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুণ সময়

৩৬. ব্যাসবাক্যের অপর নাম → বিগ্রহ বাক্য

৩৭. সাহিত্যের প্রাচীন নিদর্শন → চর্যাপদ

৩৮. বানান → ক্ষুৎপীড়িত

৩৯. পত্র শব্দের ব্যবহারিক / আভিধানিক অর্থ → চিহ্ন বা স্বারক

৪০. আঞ্চলিক ভাষার অপর নাম → উপভাষা

৪১. এই ঘরটি ভাড়া দেয় হবে → This house is to let

৪২. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন → The doctor felt the pulse of the patient

৪৩. এক টাকার ভাংতি দাও → Give me a taka change

৪৪. দৃশ্যটি অতি মনোরম → The scenery is very charming

৪৫. The baby is always full of smiling → শিশুটির মুখে হাসি লেগেই অাছে।

৪৬. He asked me to do it → তিনি আমাকে এটা করতে বলছিলেন।

৪৭. patience is bitter but its fruit sweet→ সবুরে মেওয়া ফলে

৪৮. The noun form ‘ beautiful ‘ → beauty

৪৯. The verb form ‘ ability ‘ → enable

৫০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা

৫১.’ ইঁদুর কপালে ‘ বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি

৫২. বানান → শুশ্রূষা

৫৩. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক → প্রমথ চৌধরী

৫৪. সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদ লিখতে হয় → একটি

৫৫. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে বলে → গুরুচণ্ডালী দোষ

৫৬.’সারাংশ লিখন ‘ শিক্ষার উদ্দেশ্য → বক্তব্য সংক্ষেপণ

৫৭. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী → চলিত রীতি

৫৮. বানান → দরিদ্রতা

৫৯. আপাদমস্তক → অব্যয়ীভাব সমাস

৬০.ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ

৬১. ভাব- সম্প্রসারণের ক্ষেত্রে দোষ → একই কথার পুনরাবৃত্তি

৬২. কুল কাঠের আগুন → তীব্র জ্বালা

৬৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি → সেমিকোলন

৬৪. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় → দ্বিগুসমাস

৬৫. The man is in great trouble → লোকটা খুবই অসহায়

৬৬. The rains have set in → বর্ষাকাল শুরু হয়েছে

৬৭. Suddenly he began to weeping → হঠাৎ সে কাঁদতে শুরু করল

৬৮. were the birds chirping? → পাখিরা কি কিচিরমিচির করছিল?

৬৯. এটা কি ধরনের ফুল ? → what kind of flower is it ?

৭০. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক → May Bangladesh prosper day by day

৭১. চরিত্র জীবনের মুকুট → Character is the crown of life

৭২. দয়া একটি মহৎ গুন → Kindness is a great virtue

৭৩. বিপদ কখনো একা অাসেনা → Misfortune never comes alone

৭৪. বাংলা সনের প্রবর্তক → সম্রাট আকবর

৭৫. গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী → সি. এফ. সি গ্যাস

৭৬. হিমছড়ি অবস্থিত → কক্সবাজার

৭৭. মোরাসমাস রোগের ফলে → পেশী ও মেদ ক্ষয় হয়।

৭৮. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে → ১৯৭৪ সালে

৭৯. বাংলাদেশের সবচেয়ে উত্তরে স্থান → বাংলাবান্ধা

৮০. কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না → সৌদি অারব

৮১. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস → USA

৮২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ → একই হয়

৮৩. কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় → ন্যানো সেকেন্ডে

৮৪. চীনের দুঃখ নামে পরিচিত → হোয়াংহো নদী

৮৫. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে → আয়রন, জিংক

৮৬. উদ্ভিদের পাতা হলদে হয় → নাইট্রোজেনের অভাবে

৮৭. হেপাটাটিস ‘ বি’ ভাইরাস আক্রমণ করে → যকৃতে

৮৮. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক → ৪ ডিগ্রি

৮৯. পেনিসিলিয়াম আবিষ্কার করেন → আলেকজান্ডার ফ্লেমিং

৯০. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে বলে → কসমিক রশ্মি

৯১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম → নাথান কমিশন (১৯১২ সালে) সদস্য ছিল : ১৩ টি

৯২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় → ১৯২১ সালে

৯৩. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব → ৬৭৬ জন

৯৪. বীরশ্রেষ্ঠ হলো → ৭ জন

৯৫. বীর উত্তম → ৬৮ জন

৯৬. বীর বিক্রম → ১৭৫ জন

৯৭. বীর প্রতীক → ৪২৬ জন

৯৮. পানিতে দ্রবীভূত হয় না → ক্যালসিয়াম কার্বনেট

৯৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান, একুশে পদক পান → ১৯৮০ সালে

১০০. C.N.G ( সি.এন.জি) হলো → রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস

১০১. C.N.G ( সি.এন.জি)→ Compressed Natural Gas

১০২. কোন হরমোনের অভাবে শিশু বামন হয় → থাইরক্সিন

১০৩. অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেন → লুইপাস্তুর, ১৮৮১

১০৪. ভবদহ বিল অবস্থিত → যশোরে

১০৫.’ লেডি উইথ দি ল্যাম্প ‘ কার উপাধি → ফ্লোরেন্স নাইটিঙ্গেল

১০৬. পঞ্চইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী → মকবুল ফিদা হোসেন

১০৭. ফেয়ার ফ্যাক্স → মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা

১০৮. আন্তর্জাতিক মানবাধিকার দিবস → ১০ ডিসেম্বর

১০৯. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদে মানবাধিকার চুক্তি গৃহীত হয়।

১১০. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম → BTCL

১১১. শান্ত সাগর অবস্থিত → চাঁদে

১১২.রাতকানা রোগ হয় → ভিটামিন – এ অভাবে

১১৩. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম → বঙ্গকামরূপী

১১৪. ভাষার কোন রীতি পরিবর্তনশীল → চলতি রীতি

১১৫. বাংলা ভাষার লেখ্য রূপ → দুটি( সাধু এবং চলতি)

১১৬. সমুদ্র শব্দের সমার্থক → নদীকান্ত , পয়োধি , সাগর , রত্নাকর , জলধি , সিন্ধু , বরিধি , জলধর , পাথরে , জলনিধি।

১১৭. দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন

১১৮. অম্বু শব্দের অর্থে → জল, সলিল, বারি, অপ, উদক, তোয়, পানি, নীর

১১৯. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন। কমা (,) , দাঁড়ি (।) ,কোলন (ঃ) ,ড্যাস ( -)

১২০. মনমাঝি → মন রূপ মাঝি ( রূপক কর্মধারয়)

১২১. বিরাম চিহ্ন ব্যবহার করা হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য

১২২. ব্যাখার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই → ভাবসম্প্রসারণ

১২৩. কোন বাগধারাটির অর্থ “চির শান্তি” → রাবনের চিতা

১২৪. ফপর দালালি বাগধারাটি → গায়ে পড়ে মাতব্বরী

১২৫. বানান : দীনতা

১২৬. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত → সংস্কৃত

১২৭. পর্বত শব্দের সমার্থক → গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, গিরিবাজ, সমীধর, একাধর, ক্ষিত্রিধর।

১২৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ” উক্তিটি → জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

১২৯. ইঁদুর কপালে বাগধারাটি → মন্দ ভাগ্য

১৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ → ১০টি

১৩১. বাংলা ভাষায় মাত্রাযুক্ত বর্ণ→ ৩২টি

১৩২. বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ→ ৮টি

১৩৩. গায়ে হলুদ → বহুব্রীহি সমাস

১৩৪. সূর্য শব্দের সমার্থক → রবি , তপন , আদিত্য , সভাকর , দিবাকর , দিনেশ , দিনমনি , দিনপতি , ভানু , মার্তন্ড , দিকবায়ু , দিত্রভানু

১৩৫. গায়ে মানে না আপনি মোড়ল → He is a self – styled leader

১৩৬. Call a spade a spade → স্পষ্টাস্পষ্টি কথা বলা

১৩৭. The elephant is the largest Quadruped animal in the world → হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রানী

১৩৮. বর্ষা শুরু হয়েছে → The rains have set in

১৩৯. আমি এটা না করে পারলাম না → I could not help doing it

১৪০. Look before you leap → ভাবিয়া করিও কাজ

১৪১. It is raning cat and dogs → মুষলধারে বৃষ্টি হচ্ছে।

১৪২. He has killed himself → সে আত্নহত্যা করেছে

১৪৩. Diamond cuts diamond → মানিকে মানিক চেনে

১৪৪. I am badly hard up → আমার টাকার খুব অনটন হয়েছে

১৪৫. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন → রাষ্ট্রপতি

১৪৬. ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার → ইসলাম খান

১৪৭. ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল → পতুর্গীজরা

১৪৮. মানুষের গড় আয়ু সবচেয়ে বেশী → জাপান

১৪৯. জাপানের পার্লামেন্টের নাম → ডায়েট

১৫০. নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় → মাউরি

১৫১. দুধে থাকে → ল্যাকটিক এসিড

১৫২. ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট

১৫৩. ” কবর ” নাটকটির রচয়িতা → মুনীর চৌধুরী

১৫৪. এপিকালচার → মৌমাছি চাষ

১৫৫. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন → ব্রেইল

১৫৬. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নি:সরনে শীর্ষ দেশ → চীন

১৫৭. ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → স্পেন

১৫৮. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → জার্মানি

১৫৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → ফ্রান্স (২য় শিরোপা)

১৬০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি আছে → ভারতের

১৬১. কোন দেশের মুদ্রায় বৃটেনের রানীর ছবি আছে → কানাডা

১৬২. গিন্নী → অর্ধতৎসম শব্দ

১৬৩. বাড়ি বা রাস্তার নামের পরে যতি চিহ্ন বসে → কমা

১৬৪. যার কোন মূল্য নেই ” এর সমার্থক → ঢাকের বায়া

১৬৫. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র → বিজ্ঞপ্তি

১৬৬. শুকনো → চলতি রীতির শব্দ

১৬৭. বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটি → অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

১৬৮. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ → প্রাপকের ঠিকানা

১৬৯. সাক্ষী গোপাল বাগধারাটি → নিষ্ক্রিয় দর্শক

১৭০. পাউরুটি → পর্তুগিজ শব্দ

১৭১. গরমিল → মিলের অভাব

১৭২. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে → কমা

১৭৩. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন → ১২টি

১৭৪. বানান → মধুসূদন দও

১৭৫. সাতসমুদ্র → দ্বিগু সমাসের সমস্ত পদ

১৭৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ

১৭৭. শিরোনামের প্রধান অংশ → প্রাপকের ঠিকানা

১৭৮.”ইঁদুর কপালের” এর বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি

১৭৯. পর্তুগীজ শব্দ → আনারস , অালমারি , গুদাম

১৮০. তেপান্তর → দ্বিগু সমাস

১৮১. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে → উপপদ তৎপুরুষ সমাস বলে

১৮২. হাতি ” শব্দের সমার্থক নয় → উরগ

১৮৩. হাতি শব্দের সমার্থক → করী , দ্বীপ , মাতঙ্গ , গজ, নাগ , কুঞ্জন, দন্তী , দ্বীরদ, হস্তী , বারণ

১৮৪.” কোরক ” শব্দের সমার্থক → কুঁড়ি , মুকুল , কলি , কলিকা , বউল

১৮৫. গৌরচন্দ্রিকা ” বাগধারাটি → ভূমিকা

১৮৬. মেঘ শব্দের সমার্থক → ঘন , বারিদ , জলধর , অম্বুদ , পয়োধর , নীরদ , জলদ , বলাহক।

১৮৭. সোম শব্দের অর্থ → বিধু

১৮৮. কাঁচামিঠা → যা কাঁচা তাই মিঠা

১৮৯. সমাস নিষ্পন্ন পদকে বলে → সমস্ত পদ

১৯০. একটি পত্রের প্রধান অংশ → দুইটি

১৯১. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত → ইন্দো- ইউরোপীয়

১৯২. বানান → আকাঙ্ক্ষা , গ্রামীণ , দারিদ্র্য , দুরন্ত

১৯৩. ”বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্টতর” এর শুদ্ধ → বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

১৯৪. “স্বেচ্ছাচারী ব্যাক্তি ” বাগধারাটি → ধর্মের ষাঁড়

১৯৫. জোসনা → সাধুরীতি শব্দ

১৯৬. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে → সেমিকোলন

১৯৭. দ্বিগু সমাসে কোন পদ প্রধান → পরপদ

১৯৮. নবপৃথিবী → নব যে পৃথিবী

১৯৯. বানান → সাত্ত্বনা

২০০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় → অব্যয়

২০১. বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ → চীন

২০২. কঙ্গোর রাজধানী → ব্রাজাভিল

২০৩. ইন্টারনেটের জনক → Vinton Gray Cerf

২০৪. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় → ৮ সেপ্টেম্বর

২০৫. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী → শিরিন এবাদি

২০৬. নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী → মালালা ইউসুফ জাই ২০১৪ সালে

২০৭. দুই মহাদেশে অবস্থিত নগরী → ইস্তাম্বুল যা ট্রয়নগরী নামে পরিচিত

২০৮. সুনামীর কারন → সমুদ্রতলের ভূমিকম্প

২০৯. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়→ রঞ্জনরশ্মি।

২১০. তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক → গাজীপুর জেলার কালিয়াকৈর

২১১. ম্যালেরিয়ার ঔষধ ‘কুইনিন ‘পাওয়া যায় কোন গাছ থেকে → সিনকোনো

২১২. বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী → মোহাম্মদ আবদুল মোহিত

২১৩. NASA (নাসা) → মহাকাশ গবেষনা কেন্দ্র

২১৪. স্বোপার্জিত স্বাধীনতা ” স্থপতি → শামীম সিকদার

২১৫. সেপ্টেম্বর অন যশোর রোড় ” রচয়িতা → এলেন গিন্সবার্গ

২১৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে → বুড়িগঙ্গা

২১৭. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে → ব্রাক্ষী লিপি

২১৮. I hardly go out after dusk → আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই

২১৯. বাংলা ভাষার মূল উৎস → প্রাকৃত ভাষা

২২০. রেস্তোরা → ফরাসি শব্দ

২২১. বুনো → চলতি ভাষা

২২২. বাংলাভাষায় যতি চিহ্নের প্রচলন করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২২৩. পত্রের দুটি অংশ থাকে → শিরোনাম ও পত্রগর্ভ

২২৪. বক ধার্মিক বাগধারাটি → ভন্ড

২২৫. বিড়াল তপস্বী বাগধারাটি → কপট সাধু ধার্মিক

২২৬. ব্যাঙের আধুলি বাগধারাটি → অহংকারী ব্যক্তি

২২৭. ব্যাঙে সর্দি বাগধারাটি → মিথ্যা ভয়

২২৮. অন্ধের ষষ্ঠি বাগধারাটি → একমাত্র অবলম্বন

২২৯. আশীবিষ → আশীতে বিষ যার ( বহুব্রীহিসমাস).

২৩০. ব্যাকরণ কোন ভাষার শব্দ → সংস্কৃতি

২৩১. হিন্দি শব্দ → চানাচুর , গাং , টুপি , পানি , কুফা , জুতা

২৩২. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → ২ প্রকার

২৩৩.” ফাঁকা আওয়াজে কাজ আদায় ” সমার্থক বাগধারা → কথায় চিড়া ভাজা

২৩৪. হরতাল → গুজরাটি শব্দ

২৩৫. সারাংশ কোন পুরুষে লিখতে হয় → প্রথম পুরুষ

২৩৬. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় → বিলুপ্ত বর্ণের জন্য

২৩৭. পরীক্ষা → পরি + ঈক্ষা

২৩৮. ভাবের সুসংগত প্রসারণের নাম → ভাব – সম্প্রসারণ

২৩৯. সারাংশে প্রয়োজন → সরলতা, সংক্ষেপন , প্রাঞ্জলতা

২৪০. আমি তাকে দু’বছর যাবৎ চিনি → I know her for two years

২৪১. সূর্য উঠেছে → The sun is up

২৪২. It is really a vexed qusestion → এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন

২৪৩. The clouds rolled away → মেঘ কেটে গেল

২৪৪. A little learning is a dangerous thing → অল্পবিদ্যা ভয়ংকর

২৪৫. Sathi is known to me → সাথী আমার পরিচিত

২৪৬. Time and tide wait for none → সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না।

২৪৭. Don’t cry down your enemy → শত্রুকে খাটো করে দেখো না

২৪৮. সে গতকাল বাড়ি এসেছে → He came home yesterday

২৪৯. The noun form know → knowledge

২৫০. The road runs —- hill and plain. Ans : across

Collected  by Zulfikar Ali

Leave a Reply