You are currently viewing বাংলা সাহিত্যের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

বাংলা সাহিত্যের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

 

 

১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক

২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত

৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম

৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০

৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০

৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)

৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে

৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩

৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি

১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে

১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে

১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল

১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)

১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা

১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি

১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস

১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান

১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর

১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা

করেন – দীনেশ চন্দ্র সেন

২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী

২১.”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার উক্তি?- ঈশ্বরী পাটনী

২২.”মৈমনসিংহ গীতিকা” সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন

২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর

২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর

২৫.”পদ্মাবতী” কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল

২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ

২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল

২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে

২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে

৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে

৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ

৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)

৩৩.”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা- রশীদ করিম

৩৪.”আনোয়ারা” উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)

৩৫.”আব্দুল্লাহ” উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক

৩৬. “জোহরা” উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক

৩৭. “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ

৩৮.”নদী ও নারী” উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির

৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই

৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ

৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী

৪২.”মুক্তিযুদ্ধের দলিলপত্র” সংলকন করেন- হাসান হাফিজুর রহমান

৪৩.”কালকূট” কার ছদ্ধনাম- সমরেশ বসু

৪৪.”বনফুল” কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়

৪৫.”বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

৪৬.”কোথায় স্বর্গ কোথায় নরক… সুরাসুর” উক্তিটি কার- ফজলুল করিম

৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী

৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত

৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত

৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত

৫২.”নীল দর্পণ” কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)

৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী

৫৪.”হুতোম প্যাঁচার নকশা”-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ

৫৫.মীর মোশাররফ হোসেনের “বিষাদ সিন্ধু” কী ধরণের রচনা?- উপন্যাস

৫৬.”শেষের কবিতা” কী ধরণের রচনা?- উপন্যাস

৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর

৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত

৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা… কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়

৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)

৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী

৬২.”অনল প্রবাহ” কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী

৬৩.”পদ্মরাগ” কার রচনা?- বেগম রোকেয়া

৬৪.”পথের প্যাঁচালী” কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

৬৫.”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর”- কার রচনা?- আবুল মুনসুর আহমদ

৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)

৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬

৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী

৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ “অগ্নিবীণা”

৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)

৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে

৭২.”The field of the embroidered quilt” পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ

৭৩.”চাচা কাহিনী” ও “পঞ্চতন্র” কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী

৭৪.সৈয়দ মুজতবার “দেশে-বিদেশে” কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল

৭৫.”নেমেসিস” কার রচনা?- নুরুল মোমেন

৭৬.”পদ্মানদীর মাঝি” প্রাগৈতিহাসিক” বকুল পুরের যাত্রী” ও “পতুল নাচের ইতিকথা”- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়

৭৭.”সাঝের মায়া” কার রচনা?- সুফিয়া কামাল

৭৮.”ছায়া হরিণ” ও “মেঘ বলে চৈত্রে যাব” কার রচনা?- আহসান হাবিব

৭৯.”ক্রীতদাসের হাসি” কার রচনা?- শওকত ওসমান

৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- “সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)

৮১.”সংষ্কৃতি” গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ

৮২.”বিশ শতকের মেয়ে” কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম

৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান

৮৪.”লালসালু” কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ

৮৫.বিখ্যাত “রক্তাক্ত প্রান্তর” নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী

৮৬. মুনীর চৌধুরীর “কবর” নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন

৮৭.”কাবনের কন্যা” কী জাতীয় রচনা?- উপন্যাস

৮৮.”সূর্যদীঘল বাড়ী” উপন্যাস কার রচনা?- আবু ইসহাক

৮৯.’সংশপ্তক’ কার রচনা?- শহীদুল্লাহ কায়সার

৯০.”বাংলাদেশ স্নপ্ন দেখে” কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান

৯১.”তুমি আসবে বলে হে স্বাধীনতা” কার কবিতা?- শামসুর রহমান

৯২.”তেইশ নম্বর তৈলচিত্র” কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজা

৯৩: ‌‘শূন্যপুরাণ’ কি ?

উত্তর : গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।

৯৪: একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত কতটি অংশ থাকে?

উত্তর : ৫টি।

৯৫: শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থকে বলা হয়

উত্তর : কড়চা।

৯৬: মুকুন্দদাস চক্রবর্তীকে আখ্যায়িত করা হয়

উত্তর : দুঃখ বর্ণনার কবি হিসেবে।

৯৭ : ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি

উত্তর : উপন্যাস।

৯৮: ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি

উত্তর : ভাষা আন্দোলনভিত্তিক।

৯৯: আল মাহমুদ রচিত ‘পানকৌড়ির রক্ত’

উত্তর : ছােটগল্প গ্রন্থ।

১০০ : ‘আবােল-তাবােল’ গ্রন্থের লেখক

উত্তর : সুকুমার রায়।

 

( সংগ্রহীত)

Leave a Reply