You are currently viewing **বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ **
fgnjk[jgw

**বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ **

০১. কমনওয়েলথ -১৮ এপ্রিল, ১৯৭২( তম)

০২. জাতিসংঘ (UN) এর পূর্ণ সদস্যপদ-১৭ সেপ্টেম্বর, ১৯৭২(১৩৬ তম)

০৩. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF)-১৯ জুন, ১৯৭২। 

০৪. আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)-১৭ আগস্ট, ১৯৭২(১০৯ তম)

০৫. জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO)-২৭ অক্টোবর, ১৯৭২। 

০৬. জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-১১ ডিসেম্বর, ১৯৭২। 

০৭. বিশ্ব বানিজ্য সংস্থা (WTO)- ০১ জানুয়ারি, ১৯৯৫। 

০৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- ১৭ মে, ১৯৭২।

০৯. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-২২ জুন, ১৯৭২। 

১০. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-১২ নভেম্বর, ১৯৭৩। 

১১. ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-২৩ ফেব্রুয়ারী, ১৯৭৪(৩২ তম)

১২. ইসলামি উন্নয়ন ব্যাংক(IDB)- ১৯৭৪।

১৩. এশীয় উন্নয়ন ব্যাংক(ADB)-১৯৭৩।

১৪. আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol)- ১৪ অক্টোবর, ১৯৭৬। 

১৫. বিশ্ব ডাক সংস্থা -০৭ ফেব্রুয়ারী, ১৯৭৩। 

১৬. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-০১ জুন, ২০১০(১১১ তম) 

১৭. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর পূর্ণ সদস্য – ২৬ জুন, ২০০০

১৮. ফিফা (FIFA)- ১৯৭৪। 

১৯. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)-১৫ ফেব্রুয়ারি,১৯৮০। 

২০. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)- ২৮ জুলাই, ২০০৬(২৬ তম)

Leave a Reply