You are currently viewing গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের নাম ও রচয়িতা

গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের নাম ও রচয়িতা

 

1. ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  মুনীর চৌধুরী।

2.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: আতাউর রহমান খান।

3. চিলেকোঠার সেপা গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

4.  ‘দুধে ভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:  আখতারুজ্জামান ইলিয়াস।

5.  ‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে?

উত্তর:  আব্দুল গাফ্ফার চৌধুরী।

6. ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  সৈয়দ মুজতবা আলী।

7.‘ গ্রানাডার শেষ বীর’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  এস. ওয়াজেদ আলী।

 8. পঞ্চতন্ত্র গ্রন্থের গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

9. ‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:  সিকান্দার আবু জাফর।

10. ‘কামাল পাশা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  ইব্রাহিম খাঁ।

 11. ‘আনোয়ার পাশা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  ইব্রাহিম খাঁ।

12. ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  বেগম রোকেয়া।

13. ‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

14. ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টপাধ্যায়।

15. ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  রবীন্দ্রনাথ ঠাকুর।

16. ‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  আতাউর রহমান খান।

17. ‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  বুদ্ধদেব বসু।

18. ‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:  অন্নদাশঙ্কর রায়।

19.‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?

উত্তর:  বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

20. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মুহাম্মদ বরকতউল্লাহ।

21. ‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: আব্দুল হাকিম।

22. ‘বেদান্ত চন্দ্রিকা’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:  মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

23. ‘প্রবোধ চন্দ্রিকা’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

24.. ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: রাজা রামমোহন রায়।

25. ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

26. ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

27. ‘পলাশীর যু্দ্ধ’ গ্রন্থের লেখক কে?

উত্তর: নবীন চন্দ্র সেন।

28. ‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:  সিকান্দর আবু জাফর।

29. ‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?

উত্তর:  রবীন্দ্রনাথ ঠাকুর।

30. ‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: কাজী ইমদাদুল হক।

31. ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:  আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

32. ‘আরেক ফাল্গুন’উপন্যাসের রচয়িতা কে?

উত্তর:  জহির রায়হান।

33. হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর:  জহির রায়হান।

34. ‘বরফ গলা নদী’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর:  জহির রায়হান।

35. ‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর: আবু জাফর শামসুদ্দিন।

36. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?

 উত্তর: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

37. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?

 উত্তর:শওকত ওসমান।

 38. ‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা কে?

 উত্তর:  সৈয়দা ওয়ালী উল্লাহ।

39. ‘লালসালু’ উপন্যাসের রচিয়তা কে?

উত্তর:  সৈয়দা ওয়ালী উল্লাহ।

40. চাঁদের অমাবস্যা’ উপন্যাসের রচিয়তা কে?

উত্তর:  সৈয়দা ওয়ালী উল্লাহ।

41.‘কদর্য এশীয়’ উপন্যাসের রচিয়তা কে?

উত্তর:  সৈয়দা ওয়ালী উল্লাহ।

42. ‘তিতাস একটি নদীর নাম’উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর: অদ্বৈত মল্লবর্মণ।

43. ‘তেইশ নম্বর তৈলচিত্র’উপন্যাসের রচিয়তা কে?

 উত্তর:  ডঃ আলাউদ্দিন আল-আজাদ।

44. ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর:  রবীন্দ্রনাথ ঠাকুর।

45. ‘চোখের বালী’ উপন্যাসটি রচয়িতা কে?

 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

46. ‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর:  রশীদ করিম।

47. ‘উদাসিন পথিকের মনের কথা’উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর:  মীর মশারফ হোসেন।

48. ‘বাঁধনহারা’ নজরুলের প্রথম উপন্যাসঃ

উত্তর: কাজী নজরুল ইসলাম।

49. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর:  মানিক বন্দোপাধ্যয়।

50. ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর:  মানিক বন্দোপাধ্যয়।

51. ‘ধরাবাঁধা জীবন’  উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর:  মানিক বন্দোপাধ্যয়।

52. ‘জীবনের জটিলতা’  উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর:  মানিক বন্দোপাধ্যয়।

53. ‘অমৃতস্য পুত্রাঃ’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর:  মানিক বন্দোপাধ্যয়।

54. ‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা কে?

 উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।

55. ‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে?

 উত্তর:  শরৎচন্দ্র চট্টপ্যাধায়।

56. ‘আবদুল্লাহ উপন্যাস’ রচয়িতা কে?

উত্তর: কাজী ইমদাদুল হক।

57. ‘বটতলার উপন্যাস’ রচয়িতা কে?

উত্তর:  রাজিয়া খান।

58. ‘দত্তা’ উপন্যাসটির রচয়িতা কে?

 উত্তর:  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

Leave a Reply