You are currently viewing বিসিএস প্রিপারেশন (বাংলা ও তথ্যপ্রযুক্তি)

বিসিএস প্রিপারেশন (বাংলা ও তথ্যপ্রযুক্তি)

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। কম্পিউটার আবিষ্কার করেন 

– হাওয়ার্ড আইকেন 

২। কম্পিউটারের জনক 

= চার্লস ব্যাবেজ 

৩। আধুনিক কম্পিউটারের জনক 

=  নিউ ভন নিউম্যানকে 

৪। মাইক্রো কম্পিউটারের জনক 

=এইচ. এডওয়ার্ড রবার্ট

৫। প্রথম ডিজিটাল কম্পিউটার 

= মার্ক-১ 

৬। ইন্টারনেট চালুর বছর 

= ১৯৬৯ 

৭। বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট চালুর বছর 

= ১৯৯৬ । 

৮ । টিসিপি( TCP) উদ্ভাবনের বছর 

= 1982

৯. TCP – ব্যবহার 

= ১৯৮৩ 

১০। ট্রানজিস্টর উদ্ভাবনের বছর 

= ১৯৪৮

১১। আইসি উদ্ভাবনের বছর 

= ১৯৫৮ ( রবার্ট নয়েস ) 

১২। মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের বছর 

= ১৯৭১ 

১৩। লেজার রশ্মি উদ্ভাবনের বছর 

= ১৯৬০ ( রুমি মাইম্যান ) 

১৪। পৃথিবীতে প্রথম ল্যাপটপ কবে তৈরি করা হয় 

= ১৯৮১ সালে। এপসন কোম্পানি অসবর্ন-১ । 

১০। বাংলাদেশে কবে প্রথম ল্যাপটপ তৈরি করে ?

= ২০১১ সালে টেশিস দোয়েল নামে। 

১১ । বিশ্বের প্রথম সুপার কম্পিউটার 

– তিয়ানহে -১ ( চিন ) 

১২। বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটার 

=IBM RS / 6000 SP

 ১৩। কৃত্রিম বৃদ্ধি ও পরিবেশ থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারবে কোন কম্পিউটার 

= ৫ম পঞ্চম প্রজন্মের 

১৪। গঠন ও ক্রিয়া নীতি অনুসারে কম্পিউটার কত প্রকার ?

= ৩প্রকার ডিজিটাল, েএনালগ , হাইব্রিড । 

১৫। আকার -আয়তন ,কাজ করার ক্ষমতা, স্মৃতি ও সুযোগ ইত্যাদির ভিত্তিতে কম্পিউটার কত প্রকার ?

= ৪প্রকার । সুপার , মেইনফ্রেম, মিনি, মাইক্রো  ।

১৬। সাধারণত কম্পিউটার সিস্টেমের অংশ কয়টি ?

= ২টি । হার্ড ওয়ার ও সফটওয়ার

১৭। ক্রেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ কয়টি ?

= ৩টি । গাণিতিক যুক্তি অংশ , নিয়ন্ত্রণ ইউনিট , রেজিস্টার বা স্মৃতি 

১৮। কম্পিউটারের মেমোরি কত প্রকার ?

= ৩প্রকার । প্রধান/ মূখ্য, সহায়ক/গৌণ , ক্যাশ মেমোরি । 

১৯। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

= র‌্যামRAM ( স্থায়ী ROM ) 

২০। কোন মেমোরির গতি সবচেয়ে বেশি ?

= ক্যাশ মেমোরি ্ 

২১। ইনপুট- আউটপুট ডিভাইস  কোন  গুলো ?

= মডেম , টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা , নেটওয়ার্ক কার্ড, হ্যাণ্ডসেট, ফ্যাক্স, অডিও বা সাউণ্ড কার্ড, ডিভিডি / সিডি , মাল্টি -ফাংশন । 

২২। মনিটর কয় প্রকার ?

= ৩প্রকার । যথা: CRT, LCD , LED . 

২৩। মাউস কবে উদ্ভাবিত হয় ?

= ১৯৬৩ । ডগলাস এ্যাঞ্জেল বার্ড

 ২৪। মাউস ব্যবহৃত হয় 

= চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে ( GUI) । ম্যাকিনটোস ১৯৮৪সালে। 

25.  বর্তমানে প্রচলিত কী- বোর্ডগুলোতে সর্বোচ্চ ’কী’ থাকে ?

= ১০৫ 

২৬। কী-বোর্ডে সংখ্যাসূচক আছে 

=১৭টি

২৭। ফাংশন কী আছে 

= ১২টি

২৮। সবচেয়ে দ্রুতগতির প্রিণ্টার হলো 

= লেজার প্রিণ্টর 

২৯। প্রজেক্টর হলো 

= একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র 

৩০ । COMPUTER -এর কিছু একক

—————————————-

১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে

— পিক্সেল

২।Refresh – কে প্রকাশ করা হয়

— হার্টজ এককে ।

৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো

— ডিপিআই (ডটস পার ইঞ্চ

৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয়

— গিগাবাইট

৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়

— বিট হিসেবে ।

৬। বাসের গতি মাপা হয়

–মেগাহার্টজে

৭। হাডডিস্ক মাপার একক

— গিগাবাইট

৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক

— ডেটা

৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক

– bps (bits per second)

10.হার্ডডিস্ক মাপার একক 

= গিগাবাইট । কিন্তু টেরাবাইটও আছে 

==============

বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহঃঃ

১।সেলীম আল দীনের নাটকসমূহ====মুনতাসির ফ্যান্টাসী/কেরামত মঙ্গল/জন্ডিস ও বিবিধ বেলিুন/হাত হুদাই/চড়কাকড়ার ডকুমেন্টারী /চাকা/হক্সপ্লোসিড ও মূল সমস্যা /কৃর্তনখোলা 

২। হুমায়ুন আহমেদের উপন্যাস সমূহ====বহুব্রীহি /অয়োময়/দেয়াল/শঙ্খনীল কারাগার/আজ রবিবার/এইসব দিনরাত্রি /নন্দিত নরকে / নক্ষত্র রাত্র/ কোথাও কেউ নেই / রজনী/ দূরে কোথায়।তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-আগুনের পরশমনি/শ্যামল ছায়া /সৌরভ/১৯৭১ /সৌর্যের দিন/নির্বাসন

৩। আখতারুজ্জামান ইলিয়াস এর গল্প সমূহ===দুধে ভাতে উৎপাত/ দোজখের ওম / খোয়ারি/ অন্য ঘরে অন্য স্বর ।তার উপন্যাস সমূহ===চিলে কোঠার সেপাই/ খোয়াব নামা >সংস্কৃতির ভাঙ্গা সেতু তার উল্লেখযোগ্য প্রন্থ । 

৪। আল মাহমুদের উপন্যাস সমূহ =উপমহাদেশ /আগুনের মেয়ে/ ডাহুকী/ কাবিলের বোন।তার উল্লেখযোগ্য কাব্যগন্থ- লোক লোকান্তর /সোনালী কাবিন/ কালের কলস/বখতিয়ারের ঘোড়া / পাখির কাছে ফুলের কাছে।পানকৌড়ির রক্ত তার গল্প গ্রন্থ।

৫। সৈয়দ সামসুল হক এর উপন্যাস সমূহ=====নিষিদ্ধ লোবান /নীল দংশন/খেলারাম খেলে যা /সীমানা ছাড়িয়ে । নাটক-পায়ের আওয়াজ পাওয়া যায় /নুরুলদিনের সারা জীবন /গণনায়ক

৬। শামসুর রাহমান এর কাব্যগ্রন্থ==রৌদ্র করোটিতে/নিরালোকে দিব্যরত/ প্রতিদিন ঘর হীন ঘরে /বিধবস্ত নীলিমা / বন্দী শিবির থেকে / উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ / বাংলাদেশ স্বপ্ন দেখে / প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ।করিতা সমূহ-স্বধীনতা তুমি/তুমি আসবে বলে হে স্বাধীনতা /তোমায় পাওয়ার জন্য হে স্বাধীনতা /পন্ডশ্রম। আত্মস্মৃতি-কালের ধূলোয় লেখা /স্মৃতির শহর।শিশোতোষ– এলাটিং বেলাটিং/ ধান ভানলে কুঁওড়া দিবো।উপন্যাস==অক্টোপাস।

Leave a Reply