You are currently viewing রঙ – Ahsanul Kabir Dollar

রঙ – Ahsanul Kabir Dollar

  • Post category:Chapakhana

 

রঙ

– Ahsanul Kabir Dollar

 

কি যেন রঙটা? ইচ্ছে করেই ভুলে যেতে চাই,

 কিনতে হবে সাদা শাড়ীটাই,

 লাল না কালো পাড়?

সেকি! কোন পাড় থাকবে না!

পাড় মানেই তো বন্ধন।

 কোন রং দিয়ে চাই না আটকাতে,

                আটকাতে চাই না এই জীবনটাকে।

                অবারিতই থাক, যখন যে বাতাস দোলা দেবে,

            যখন যে গন্ধ মাতাবে,

            যখন যে উষ্ণতায় পুড়বে তণুমন

            সে রঙেই না হয় মোড়াবে!

আচ্ছা, টিপটাতো লাল হবেই,

ভোরের ক্ষ্যাপাটে আকাশের মত,

ক্ষণে ক্ষণে রং নিয়ে খেলে খেলে

সূর্য গোটাটাই জ্বল জ্বল করবে পুরো কপাল জুড়ে।

 

সেকি! এটাও সাদা!

শরতের মেঘগুলো করবে খেলা

অথবা কাশবনের শুভ্রতা বাতাসের সাথে

নেচে যাবে চকিত নয়নের ফাঁকে ফাঁকে।

 ঠোঁট না হয় একটু লালে?

-না! ওখানেও দেবে না কিছু!

আদরের রংধনু সাজবে সেখানে।

সবকিছু এত সাদামাটা?

এত সাদার নীচে আছে প্রণয়ের রংছটা।

 

 

Leave a Reply