১.যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি- জর্জ ওয়াশিংটন
২.যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজে বসবাসবারত প্রথম মার্কিন প্রেসিডেন্টে- জন এডামস
৩.হোয়াইট হাউজ হচ্ছে- যুক্তরাষ্ট্রে বসবাসরত একটি সরকারি বাসভবন
৪.হোয়াইট হাউজ এর স্থপতি- আইরিশ নাগরিক জেমস হোবান
৫.হোয়াইট হাউজ নামকরণ- রুজভেল্ট
৬.হোয়াইট হাউজ এর অবস্থান- ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
৭.হোয়াইট হাউজে বসবাস কখনই করেননি যে রাষ্ট্রপতি- প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন
৮.যু্ক্তরাষ্ট্রের সংবিধান রচনা করেন- জেমস মেডিসন
৯.যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট- উইলিয়াম হেনরী হ্যারিসন
১০.যুক্তরাষ্ট্রের ১৪তম প্রেসিডেন্ট- ফ্রাংকলিন পায়ার সি
১১.যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বক্তৃতা কিংবা ভাষণরত অবস্থায় মারা যান- প্রেসিডেন্ট উইলিয়াম হেনরী হ্যারিসন
১২.যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট – রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন
১৩.মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন
১৪.যু্ক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন (১৮৬৩ সালে)
১৫.ঐতিহাসিক গেটিসবার্গ বক্তৃতা দেন- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন (১৮৬৪ সালে)
১৬.যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কাল- ১৮৬১-১৮৬৫ সাল
১৭.আব্রাহাম লিংকন মৃত্যুবরণ করেন- যুক্তরাষ্ট্রের একটি নাট্যশালায় নাটক দেখার সময় উইলিকিলিস বুথ নামের একজন জঘন্য হত্যাকারীর বন্দুকের গুলিতে মাথায় লেগে মারা যান রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন
১৮.যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন
১৯.আব্রাহাম লিংকনের রাজনৈতিক দলের নাম- রিপাবলিকান পার্টি
২০.যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়- ১৮২৮ সালে
২১.যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠিত- ১৮৫৪ সালে
২২.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল- ৪ বছর
২৩.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত- ৪ বছর পর পর
২৪.যুক্তরাষ্ট্রের প্রাচীন রাজনৈতিক দলের নাম- ফেডারলিস্ট পার্টি (বর্তমানে এটি বিলুপ্ত)
২৫.প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- উইড্রো উইলসন
২৬.উইড্রো উইলসন যুক্তরাষ্ট্রের – ২৮তম প্রেসিডেন্ট
২৭.উইড্রো উইলসন যে রাজনৈতিক দলের ব্যক্তি- ডেমোক্রেটিক পার্টি
২৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ফ্রাংকলিন ডিলানো রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান
২৯.ফ্রাংকলিন রুজভেল্ট যুক্তরাষ্ট্রের- ৩২তম প্রেসিডেন্ট (ডেমোক্রেটিক পার্টি)
৩০.টানা ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী ব্যক্তি- প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট ( ১৯৩৩-১৯৪৫ সাল)
৩১.জাতিসংঘের উদ্যােক্তাকারী, প্রতিষ্ঠাতা ও নামকরণ প্রেসিডেন্ট- ফ্রাংকলিন রুজভেল্ট
৩২.ফ্রাংকলিন রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন- ১৯৪২ সালে
৩৩.হ্যারি এস ট্রুম্যান যুক্তরাষ্ট্রের- ৩৩ তম প্রেসিডেন্ট
৩৪.মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের প্রধান নায়ক- প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন
৩৫.যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের নিকট স্বাধীনতা লাভ করে- ৪ই জুলাই, ১৭৭৬ সালে
৩৬.মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস- ৪ই জুলাই
৩৭.লীগ অব নেশনস এর প্রতিষ্ঠাতা- প্রেসিডেন্ট উইড্রো উইলসন
৩৮.জন এফ কেনেডী যুক্তরাষ্ট্রের – ৩৫ তম প্রেসিডেন্ট
৩৯.কিউবার অস্ত্র ও ক্ষেপনাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট জন ফিটজিলাল্ড কেনেডী
৪০.প্রেসিডেন্ট জন এফ কেনেডীর সহধর্মিনীর নাম- জ্যাকুলিন কেনেডী
৪১.যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট খ্রিস্টান রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন- প্রেসিডেন্ট জন এফ কেনেডী
৪২.বিখ্যাত গ্রন্থ “Profile in courage” গ্রন্থটি রচনা করে পুলিৎজার পুরস্কার পান- প্রেসিডেন্ট জন এফ কেনেডী
৪৩.যুক্তরাষ্ট্রকে ”স্ট্যাচু অফ লিবার্টি” নামক ভাস্কর্য বন্ধুত্বস্বারূপ উপহার দেয়- ফ্রান্স
৪৪.নোবেল বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট- থিওডোর রুজভেল্ট
৪৫.যুক্তরাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন- প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ও জন এফ কেনেডী
৪৬.প্রেসিডেন্ট জন এফ কেনেডীর জঘন্য হত্যাকারীর নাম- লি হার্ভে অসোয়াল্ড
( লি হার্ভে অসোয়াল্ড নামক জঘন্য হত্যাকারীর বুলেটে রাষ্ট্রপতি জন এফ কেনেডী মৃত্যুবরণ করেন)
৪৭.শান্তিতে নোবেল বিজয়ী দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট উইড্রো উইলসন
৪৮.উইড্রো উইলসন শান্তিতে নোবেল পুরস্কার লাভকরণ- ১৯১৯ সালে
৪৯.লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে ও জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে
৫০.হলিউড চলচ্চিত্রে অভিনেতা মার্কিন প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান
৫১.রোনাল্ড রিগ্যান যুকরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট
৫২.রোনাল্ড রিগ্যান এর সহধর্মিনীর নাম- ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান
৫৩.আকাশপথে তারকা যুদ্ধের প্রচলনকারী- রোনাল্ড রিগ্যান
৫৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- প্রেসিডেন্ট রিচার্ড মিলহাউস নিক্সন ( ৩৭তম)
৫৫.ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন
৫৬.ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত থাকার সময় রিচার্ড নিক্সন পদত্যাগ করেন ১৯৭৪ সালে এবং পরে ৩৮তম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জেরাল্ড ফোর্ড
৫৭.ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তাকারী মার্কিন প্রেসিডেন্ট- জিমি কার্টার জুনিয়র (৩৯তম)
৫৮.জিমি কার্টার শান্তিতে নোবেল পুরস্কার পান- ২০০২ সালে
৫৯.জিমি কার্টার পেশায় ছিলেন- একজন বাদাম ব্যবসায়ী
৬০.যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা ফেলার নির্দেশ দেন- প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান
৬১.যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হলেন- জর্জ হারবার্ট ওয়াকার বুশ সিনিয়র
৬২.যুক্তরাষ্ট্রের ৪২তম ও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন- প্রেসিডেন্ট বিল ক্লিন্টন (২০০০ সালে বাংলাদেশ সফর করেন)
৬৩.যুক্তরাষ্ট্রের সহধর্মিনী কিংবা স্ত্রীকে বলা হয়- ফার্স্ট লেডি
৬৪.প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সহধর্মিনীর নাম- হিলারী ক্লিন্টন
৬৫.ঐতিহাসিক ডেটন চুক্তি স্বাক্ষরিত করেন- প্রেসিডেন্ট বিল ক্লিন্টন
৬৬.Living History বইটি যার লেখা- সাবেকে ফার্স্ট লেডি হিলারী ক্লিন্টন
৬৭.”My Life” নামক আত্নজীবনিমূলক গ্রন্থটি রচনাকারী ব্যক্তি- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (৪২তম)
৬৮.”My Life” গ্রন্থটি প্রকাশিত হয়- ২০০৪ সালে
৬৯.যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট হচ্ছেন- প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র (রিপাবলিকান পার্টি)
৭০.২০০৩ সালে ইরাক-মার্কিন যুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন- জর্জ ডব্লিউ বুশ জুনিয়র (রিপাবলিকান পার্টি)
৭১.যুক্তরাষ্ট্রের ৪৪তম ও ৪র্থ শান্তিতে নোবেল বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট হলেন- বারাক হোসাইন ওবামা
৭২.বারাক ওবামার সহধর্মিণীর নাম- সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা
৭৩.বারাক ওবামা হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং তাঁর পৈতৃক নিবাস হচ্ছে আফ্রিকার দেশ কেনিয়ায়
৭৪.বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান- ২০০৯ সালে
৭৫. Dreams from my father ও The Audi city hope নামক গ্রন্থটির রচয়িতা- প্রেসিডেন্ট বারাক ওবামা
৭৬.যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছেন- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (রিপাবলিকান পার্ট)
৭৭.ডোনাল্ড ট্রাম্প পেনসিলভিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও একজন ধনকুবে ব্যবসায়ী
৭৮.ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন- ৬ই ডিসেম্বর, ২০১৭ সালে
৭৯.যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন (ডেমোক্রেটিক পার্টি)
৮০.জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন- ২০শে জানুয়ারি, ২০২১ সাল